সৌদি আরবের নাজরান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন বাহিনী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে দাবি করা হয়, প্রদেশটির একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় বেশ কয়েকজন সৌদি সেনা হতাহত হয়েছে।
ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি আরও বলেন, নিরীহ ইয়েমেনিদের ওপর হামলার পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।
গেল মঙ্গলবার ইয়েমেনের সাদা প্রদেশের একটি মার্কেটে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। ঐ হামলায় অন্তত ১৭ বেসামরিক নাগরিক নিহত হন। যাদের মধ্যে ১২ জন ইথিওপিয়ার নাগরিক। আহত হন অন্তত ৫০ জন।
Tag: world

No comments: