ফজলের সেঞ্চুরি, শফিউলের এক ওভারে ৪ উইকেট
চারদিনের ম্যাচের ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথমদিনে চট্টগ্রামে তোপ দেগেছেন পেসাররা। শফিউল ইসলাম ৫ উইকেট তুলে নিয়েছেন, এক ওভারেই এসেছে যার চারটি। স্রোতের বিপরীতে ব্যাটসম্যানদের মান বাঁচিয়েছেন সেঞ্চুরি হাঁকানো ফজলে মাহমুদ। আরেক ম্যাচে মিরপুরে ঘূর্ণি মায়াজাল ছড়িয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
চট্টগ্রামে বিসিএলের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছে সাউথ জোন ও নর্থ জোন। শুরুতে ব্যাট করে ২৬২ রানে অলআউট হয়ে গেছে সাউথরা। জবাবে নেমে শেষ বিকেলে ৪৬ রানেই ৫ উইকেট খুইয়ে বসেছে নর্থরা।
শাহরিয়ার নাফিস (০) ও এনামুল হককে (১০) দ্রুত হারিয়ে বসা সাউথ জোনকে টেনে তোলের ফজলে মাহমুদ। তুলে নেন দারুণ এক শতক। শেষপর্যন্ত ১২৫ করে ফিরেছেন তানবিরের বলে ইবাদতকে ক্যাচ দিয়ে। ১৭ চার ও ৩ ছয়ে ১৬৪ বলের ইনিংস ৩২ বছর বয়সী বাঁহাতির।
বাকিদের মধ্যে শামসুর রহমান ২৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৩১, নুরুল হাসান সোহান ২৬, অধিনায়ক আব্দুর রাজ্জাক ১৭ ও শফিউল ইসলাম ১৬ রান এনে পুঁজি আড়াইশর ওপারে নেন।
নর্থের চার পেসার ভাগ করে নিয়েছেন ৯ উইকেট। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নিয়েছেন ২টি করে উইকেট। তরুণ সুমন খানের সংগ্রহ ৩টি। পেস-অলরাউন্ডার আরিফুলের ঝুলিতে গেছে ২ উইকেট। স্পিনার তানবির নিতে পেরেছেন এক উইকেট।
ব্যাটিংয়ে এসে রানের খাতা খোলার আগেই লিটন দাসকে হারায় নর্থ জোন। জাতীয় দল তারকাকে ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ করেন শফিউল। তিনি ওই ওভারের তৃতীয় বলে জুনায়েদ সিদ্দিকী আর চতুর্থ বলে মিজানুর রহমানকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান।
অধিনায়ক নাঈম ইসলাম হ্যাটট্রিক ঠেকিয়ে দিলেও ষষ্ঠ বলে বোল্ড হয়ে যান। এই ওভারে ৪ উইকেট নেন শফিউল। পরে সানজামুলকে বোল্ড করে এ পেসার পূর্ণ করেন ৫-এর কোটা। ৬ ওভারে ৩০ রানে ৫ উইকেট নিয়ে দিন শেষ করেছেন তিনি।
সেন্ট্রাল-ইস্ট
দিনের আরেক ম্যাচে সেন্ট্রাল জোন ও ইস্ট জোন খেলছে ঢাকায়। শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে সেন্ট্রালরা ২১৩ রানে অলআউট হয়ে গেছে। পরে ইস্টরা ২ বল খেলে কোনো উইকেট না হারিয়ে কোনো রান করার আগেই দিনের খেলা শেষ হয়।
তরুণ সাইফ হাসানের ৫৮, তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকারের ৩৬, তাইবুর রহমানের ৪৬, আর সোহরাওয়ার্দি শুভর ৩১ রানে দুইশ পেরিয়ে থামে সেন্ট্রাল জোন।
ইস্টের জাতীয় দল তারকা তাইজুল ইসলাম পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার আগে ভালোই প্রস্তুতি সেরেছেন। ২২ ওভার হাত ঘুরিয়ে ৫৮ রানে বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ ও আরেক স্পিনার নাঈম হাসান। এক উইকেট পেসার হাসান মাহমুদের।
Tag: games
No comments: