Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পাপন অবাক, ক্ষুব্ধ, বিরক্ত!




পাপন অবাক, ক্ষুব্ধ, বিরক্ত! শেষ টি-২০টা বৃষ্টিতে ভেসে না গেলে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জায়ই হয়তো পড়তে হতো বাংলাদেশের। মাঠে গড়ানো দুটি ম্যাচেই টস জিতেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচ হেরেছে দৃষ্টিকটুভাবে। টাইগারদের প্রতিরোধহীন ক্রিকেট দেখে বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ দলের পারফরম্যান্সের সমালোচনা করেন তিনি। পাপন বলেন, দলটির খেলা দেশে মনেই হয়নি এটি বাংলাদেশ। পাপন বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে এটা বাংলাদেশের খেলা না। আমার কাছে মনে হয়নি বাংলাদেশ খেলছে। টি-টোয়েন্টিতে আমরা যেভাবে খেলি এবার তার উল্টো। কোনো লক্ষ্য দেখিনি। এমন পরিস্থিতি কখনো দেখিনি যে বিনা উইকেটে ৯৬ রান থেকেও কাঙ্ক্ষিত রান করতে পারছি না। ১২-১৪ ওভার যাওয়ার পরও এত রক্ষণাত্মক মানসিকতা।’ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্তেও চটেছেন পাপন। দুই ম্যাচেই টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। কিন্তু কোনো ম্যাচেই লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পারেনি। পাপন বলেন, ‘অনেক কিছুই বুঝতে হবে। ওদের সাথে নিবিড়ভাবে বসতে হবে। শুধু খেলোয়াড় না, কোচ-টিম ম্যানেজমেন্ট সবার সাথেই বসতে হবে। কয়েকটা প্রশ্ন আমার কাছে আছে। রিয়াদ-তামিমকে নিয়ে বসেছিলাম। জিজ্ঞেস করেছিলাম টস জিতে ব্যাটিং নেওয়া হল কেন। অচেনা কন্ডিশন, এত বছর পর পাকিস্তানে আসলাম। ওরা বলছিল এটা ব্যাটিং পিচ, খুব ভালো পিচ। কিন্তু খেলা দেখে তা মনে হয়নি। জিজ্ঞেস করলাম লক্ষ্য কেমন, বলল ১৫০। আমি তখন বললাম- ১৬০ এর নিচে টি-টোয়েন্টিতে আদর্শ স্কোর হয় না। ২০০ করেও অনেকে জিততে পারে না, আমাদের লক্ষ্য এত ছোট কেন।’ এর আগে কলকাতায় ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টেও টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে সমালোচিত হয়েছিল বাংলাদেশ। পাপনের কণ্ঠে উঠে আসে সেই সময়ের কথাও, ‘দ্বিতীয় ম্যাচের পর আবার বসেছিলাম। ভারতের বিপক্ষে গোলাপি বলেও টস জিতে ব্যাটিং নিয়ে নিল। এবারো তাই হয়েছে। দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিং। টসের আগে তারা বলছে ব্যাটিং উইকেট, খেলা শেষে বলছে ব্যাট করা কঠিন!’ পাকিস্তান সফরে লিটন কুমার দাস ও সৌম্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিবি প্রধান। মুশফিক যাননি, নিষেধাজ্ঞার কারণে ছিলেন না সাকিবও। অভিজ্ঞদের মধ্যে ছিলেন তামিম এবং মাহমুদুল্লাহ। সেই সাথে রয়েছেন লিটন ও সোম্যও। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলার পর নতুন ভূমিকায় মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন লিটন, সৌম্য। আর তাতেই চটেছেন বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপন। 'যত নামীদামী কোচই আনেন না কেন- তামিম, মুশফিক, সাকিব, রিয়াদ; এদেরকে কেউ দলে কী ভূমিকা তা শেখাতে আসবে না। তাদের শেখানোর কোন কারণ নেই। এমনকি লিটন-সৌম্যও। এখন যদি ওদের কী দায়িত্ব সেটা বলে দিতে হয় তুমি সেখানে গিয়ে কীভাবে খেলবা তাহলে সেট আমাদের জন্য দুর্ভাগ্য। নতুনদের হাতে-ধরে শেখানো যায় যেমন আফিফ-মেহেদি। যারা এতো বছর খেলছে তাদের দলে কী ভূমিকা, তা শেখানোর কিছু আছে বলে মনে হয় না।' পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি বাংলাদেশ। দুই ম্যাচেই রান পেলেও তার ধীর গতির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। দুইজনেই ওপেনিংয়ে একই ভূমিকা পালন করেন। দলের পারফরম্যান্স এমন কেন হলো বুঝতে পারছেন না পাপন। 'কোচও নতুন। কোচ যখন বলল তামিমকে দেখতে হবে কীভাবে খেলে। এই কোচ দীর্ঘ পরিকল্পনার কথা চিন্তা করছে যেটা কিনা ভালো। আমাদের আগে পরিকল্পনা ছিল শর্ট-টার্মের। তার পরিকল্পনা দীর্ঘ দেখে পরীক্ষা-নিরীক্ষাও বেশি হচ্ছে। এখন এইটা কোচের জন্য হচ্ছে নাকি অধিনায়কের জন্য সেটি একটু বুঝতে হবে।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply