Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি করলো বাংলাদেশ




তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি করলো বাংলাদেশ জল, স্থল আর পার্বত্য অঞ্চল। তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে রাশিয়ান জায়ান্ট গ্যাজপ্রমের সাথে কৌশলগত সমঝোতা চুক্তি সই করলো বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে, পেট্রোবাংলা এবং বাপেক্সের দুটি সমঝোতা চুক্তি সই হয়। 'গ্যাজপ্রম' সাবেক সোভিয়েত ব্লকের ১৫টি দেশসহ ইউরোপে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন ও সরবরাহকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ২০১২ সাল থেকে দেশের গ্যাস খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। গত ৭ বছরে খনন করেছে ১৭টি কুপ। যদিও তাদের কাজে পুরোপুরি সন্তুষ্ট নয় পেট্রোবাংলা। তারপরও সমতল, পাহাড় ও সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ও উন্নয়নে প্রতিষ্ঠানটির সঙ্গে কৌশলগত সমঝোতা চুক্তি করলো পেট্রোবাংলা। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেন, এই খাতে দ্রুত কিছু সাফল্য চাইছে সরকার। তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম জোরদার করতেই এমন পথে হাঁটছে বাংলাদেশ। একই দিনে ভোলায় বাপেক্স আবিষ্কৃত গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নেও একটি সমঝোতা সই হয়। ওই এলাকায় প্রায় ১ হাজার বর্গকিলোমিটারে নতুন করে অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। যদিও আগেই ৬০০ বর্গকিলোমিটার সমীক্ষা শেষ করেছে বাপেক্স। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের পর থেকে দু'দেশের সম্পর্কে নতুন মাত্রা পায়। পাবনার রূপপুরে প্রায় ৯৩ হাজার কোটি টাকা রাশিয়ার ঋণে দুটি পারমাণবিক চুল্লি নির্মাণ করছে বাংলাদেশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply