উন্নত বিশ্বে গণতন্ত্রের প্রতি অসন্তোষ ‘বাড়ছে’
গত ২৫ বছরের মধ্যে উন্নত বিশ্বের দেশগুলোতে গণতন্ত্রের প্রতি অসন্তোষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় সম্প্রতি এ তথ্য উঠে এসেছে।
গণতন্ত্রের প্রতি মনোভাব জানতে প্রায় চল্লিশ লক্ষাধিক মানুষের উপর প্রায় ৩ হাজার ৫শ’টি জরিপ বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়েছে।
জরিপে গণতন্ত্রের প্রতি অসন্তোষের পরিমাণ সবচেয়ে বেশি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বব্যাপী গণতন্ত্র এখন হতাশায় পড়েছে বলে জানিয়েছেন জরিপের প্রধান ড. রর্বাতো ফোয়া।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিউচার অব ডেমোক্রেসি সেন্টারের করা ওই জরিপে বলা হয়, ১৯৯৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে গণতন্ত্র সম্পর্কে জনগণের অসন্তুষ্ট ৪৮ থেকে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ অসন্তোষ বলে রেকর্ড করা হয়।
ড. ফোয়া বলেন, ‘আমরা দেখতে পেয়েছি যে গণতন্ত্রের প্রতি অসন্তুষ্টি সময়ের সাথে সাথে বেড়েছে এবং বিশেষত উন্নত দেশগুলিতে সর্বকালের উচ্চতায় পৌঁছেছে।’
বিশ্বব্যাপী ১৫৪টি দেশের উপরে চালানো ওই জরিপে নিজ নিজ দেশের গণতন্ত্রের প্রতি জনগণ সন্তুষ্ট কিনা সেই প্রশ্ন রাখা হয়। প্রশ্নের উত্তরে কিছু দেশের ডেটা ৭০-এর দশক থেকে বিংশ শতাব্দীর শেষের দশকে গণতন্ত্রের প্রতি সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু গত দশকে ধীরে ধীরে গণতন্ত্রের প্রতি মানুষের অসন্তোষ বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সমীক্ষায় সুপারিশ করা হয়েছে, ২০০৮ সালের আর্থিক দুর্ঘটনার ‘অর্থনৈতিক ধাক্কা’ ও ২০১৫ সালের শরণার্থী সংকট এবং বৈদেশিক নীতি ব্যর্থতার ক্ষেত্রে অসন্তুষ্টির রাজনৈতিক এবং সামাজিক পুনর্বিবেচনার প্রতিফলন ঘটেছে।
গবেষণায় যুক্তরাজ্যে ১৯৭০ সাল থেকে ত্রিশ বছর গণতন্ত্রের প্রতি সন্তোষ বৃদ্ধি পেয়েছিলো। কিন্তু ২০০৫ সালের পর থেকে অর্থনৈতিক সংকট এবং জাতীয় নানা বিষয়ে বিতর্ক দেখা দেয়ায় গণতন্ত্র প্রতি মানুষ আস্থা হারাতে শুরু করে।
জরিপে বলা হয়, যুক্তরাজ্যে ১৯৯৫ সালে গণতন্ত্রের প্রতি অসন্তোষের হার ছিল ৪৭%, ২০০৫ সালে ছিল ৩৩% এবং ২০০৯ সালে সাধারণ নির্বাচনের আগে গিয়ে দাঁড়ায় ৬১%।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অসন্তোষের হার ছিল মাত্র ২৫%, কিন্তু এর পরে নাটকীয় ভাবে অসন্তোষের হার গিয়ে দাঁড়ায় ৫০%।
তবে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে এবং নেদারল্যান্ডসে গণতন্ত্রের সন্তুষ্টির হার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
গবেষণায় বলা হয়, গণতন্ত্রের প্রতি আস্থা হ্রাস পাওয়ার কারণ হল গণতান্ত্রিক সংস্থাগুলি অর্থনৈতিক বিপর্যয় থেকে শুরু করে বিশ্ব উষ্ণায়নের হুমকির মতো কয়েকটি বড় সংকট মোকাবেলায় ব্যর্থ হয়েছে।গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার করতে হলে এই বিষয়গুলোর অবশ্যই পরিবর্তন করতে হবে।
Tag: world
No comments: