নাল্ড ট্রাম্পের বিতর্কিত 'মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা'র প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ফিলিস্তিন। বৃহস্পতিবার ইসরাইল অধিকৃত পশ্চিম তীরসহ বিভিন্ন জায়াগায় বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি।
এসময় ইসরাইলি বাহিনীর হামলায় আহত হন অন্তত ৪১ জন। ট্রাম্পের এ পরিকল্পনা শিগগিরই ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন প্রতিনিধি।
গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত 'মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা' প্রকাশের পর ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিন।
ইসরাইলের কড়া নিরাপত্তার মধ্যেই বৃহস্পতিবার ফিলিস্তিনের বেশ কয়েকটি শহর এবং ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের রাস্তায় নামে শত শত ফিলিস্তিনি। এসময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-বিরোধী স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও বুলেট নিক্ষেপ করে ইসরাইলের সেনারা। পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। আন্দোলনের কারণে জর্ডান উপত্যকায় যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় ইহুদি সেনারা।
এমন পরিস্থিতিতে ট্রাম্পের ঐ শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে জাতিসংঘে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন। তার কথিত ঐ পরিকল্পা শিগগিরই ব্যর্থ হয়ে যাবে বলে জানান জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি।
জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর বলেন, আমরা মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন, এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়ার অপচেষ্টা। ফিলিস্তিরা তাদের এ অপচেষ্টা যেকোনো মূল্যে ব্যর্থ করে দিতে প্রস্তুত। ফিলিস্তিনের সাধারণ মানুষ আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য রাশিয়া সফরে গেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ঐ পরিকল্পনায় মস্কোর সমর্থন চান ইসরাইলি প্রধানমন্ত্রী।
ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেন, ওয়াশিংটন সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের শতাব্দীর সেরা চুক্তি প্রকাশের পর প্রথমবারের মতো আপনার সাথে বৈঠক করছি। সত্যিই আমি সৌভাগ্যবান। আমি মনে করি, এটি সবার জন্য নতুন একটা সুযোগ। এ বিষয়ে আপনার সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই।
এদিকে, ট্রাম্পের তথাকথিত 'শান্তি পরিকল্পনা' ঘোষণার পর গাজা ও পশ্চিম তীর সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর পাশাপাশি জেরুজালেমের আল-আকসা মসজিদের ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরাইল।
ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষুব্ধ ফিলিস্তিন
Tag: world
No comments: