চীনে সড়কে বৃদ্ধের মরদেহ, আতঙ্কে পালালো পথচারীরা
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া উহানে মুখে মাস্ক, হাতে প্লাস্টিকের বাজারব্যাগ নিয়ে সাদা চুলের এক বৃদ্ধ মরে পড়ে আছেন। ভুলেও তার কাছে কেউ যাচ্ছেন না। নিজেদের মতো গন্তব্যে চলে যাচ্ছেন পথচারীরা।
শহরটির গ্রাউন্ড জিরোতে সড়কের পাশে একটি দোকানের সামনে এমন ভীতিকর দৃশ্য দেখা গেছে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা যখন এমন ঘটনা দেখছেন, তার কিছুক্ষণ পর নিরাপদ পোশাকে পুরো শরীর ঢাকা চিকিৎসাকর্মীরা এসে সেখানে উপস্থিত হন। রাস্তায় পড়ে থাকা লোকটি মারা গেছেন কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন।
পরে পচননাশক ছিটিয়ে মৃতদেহটি হলুদ ব্যাগে ভরে জায়গাটি পরিষ্কার করে রেখে চলে যান তারা।
মাও টুপি পরা এক নারী পাশেই দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, লোকটি করোনাভাইরাসে মারা গেছে বলেই আমার ধারণা।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। আর যুক্তরাষ্ট্র তার নাগরিকদের চীন ভ্রমণে বারণ করেছে।
ইতিমধ্যে এ ভাইরাসে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জন। আর আক্রান্ত হয়েছেন ১০ হাজারের মতো।-খবর এএফপির
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এখন পর্যন্ত ২০ দেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী। সেই প্রেক্ষাপটে নাগরিকরা যাতে চীন ভ্রণে না যান, সেই নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র।
Tag: world
No comments: