পাওয়া গেল ৬০ বছর আগে নিষিদ্ধ কিশোর কুমারের সিনেমার রিল
ভারতের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ গত সপ্তাহে খুঁজে পেয়েছে এক অমূল্য সিনেমা। ৬০ বছর আগে নিষিদ্ধ হওয়া কিশোর কুমারের ‘বেগুনাহ’ ছবির রিল খুঁজে পেয়েছে তারা।
দুর্লভ এই রিলে সংগীত পরিচালক জয়কিশানকে পিয়ানো বাজাতে দেখা গেছে। মুকেশের ‘অ্যায় পিয়াসি দিল বেজুবান’ গানের সাথে অভিনেত্রী শাকিলার নাচও দেখা গেছে।
ভারতের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ এর পরিচালক প্রকাশ মাগদাম বলেন, ‘বহুবছর ধরে অনেকেই খুঁজেছেন এই ছবির রিল। এই রিল খুঁজে পাওয়াটা একটা মিরাকল।’
‘বেগুনাহ’ ছবিটি মুক্তি পাওয়ার পরই সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে ছবিটি ১৯৫৪ সালের ‘নক অন উড’ ছবির নকল। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং মুম্বাই হাইকোর্ট ছবিটি নিষিদ্ধ করে দেয়। এছাড়াও ছবির সব কপি নষ্ট করে ফেলার আদেশ দেয়া হয়।
দুটি ১৬ মিমি রিল পাওয়া গেছে যা একসাথে করলে দাঁড়ায় ৬০ থেকে ৭০ মিনিট। দুই মাস আগে একটি পাওয়া গেছে এবং আরেকটি গত সপ্তাহে পাওয়া গেছে। পরের রিলেই ‘অ্যায় পিয়াসি দিল বেজুবান’ গানটি আছে। রিলের অবস্থা খুব বেশি ভালো না হলেও গানটি চালানোর উপযোগী আছে এখনও। টাইমস অব ইন্ডিয়া
শেয়ার করুন:
Tag: Entertainment
No comments: