সন্তানকে নিয়ে সাইকেলে যাচ্ছিলেন বিকাশ মাঝি। পথে ধাক্কা লাগে দুই নারীর সঙ্গে। এতে কাল হয়ে ওঠে বিকাশের জীবন। পিটিয়ে আধমরা করে ফেলা হয় তাকে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বিরাটির উত্তর সপ্তগ্রাম এলাকায়। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) কলকাতার একটি হাসপাতালে গুরুতর আহত বিকাশের মৃত্যু হয়।
র স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ১ ফেব্রুয়ারি ছেলেকে নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিকাশ মাঝি । সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন দুই সুমিতা সিংহ ও দিপালী দাস নামের দুই নারী। স্থানীয়দের দাবি, বারবার বেল বাজালেও রাস্তা থেকে সরেননি মহিলারা। পাশ কাটিয়ে যাওয়ার সময় সাইলেকের একটা অংশ ওই দুই নারীর শরীরে লাগে।
অভিযুক্ত সুমিতা সিংহ, দিপালী দাস ও তাঁর স্বামী সুজয় দাস বিকাশকে টেনে হিচড়ে মারধর করে। ফলে অজ্ঞান হয়ে যান বিকাশ। পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এমন ঘটনায় মামলা হয়েছে স্থানীয় থানায়। এদিকে অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছে তারা।
No comments: