মুজিববর্ষেই দেশের মানুষের জন্য শতভাগ বিদ্যুৎ: নসরুল হামিদ
মুজিববর্ষেই দেশের মানুষের কাছে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিবে সরকার, বলেছেন জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সকালে রেসিডেন্সিয়াল মডেল কলেজে ন্যাশনাল সায়েন্স কার্ণিভাল-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের ৯৬ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার।
সায়েন্স কার্নিভালে ১৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কার্নিভালে প্রজেক্ট ডিসপ্লে, ফটোগ্রাফি প্রদর্শনী, অলিম্পিয়াডস, বিজ্ঞান ভিত্তিক বক্তৃতা ও রোবোটিক ওয়ার্কশপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা পরিবেশ, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণের মত বিষয়গুলো প্রজেক্টের মাধ্যমে তুলে আনে।
No comments: