ছুটিতে বাড়ি চলে যাওয়ায় ভোটারদের উপস্থিতি কম ছিল: তথ্যমন্ত্রী
তিনদিনের ছুটি পেয়ে রাজধানীর অনেকেই ছুটি কাটাতে বাড়ি চলে যাওয়ায় ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে গতকাল দুই সিটির নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। যেখানে, বড় ধরনের কোনো মারামারি, কেন্দ্র দখল, সিল মারার ঘটনা ঘটেনি।
ভোটার উপস্থিতি নিয়ে মন্ত্রী আরো বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম এর ব্যাপারে বিএনপি'র নেতিবাচক প্রচারণার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। এছাড়া, তিনি বলেন, ভোটারদেরকে কেন্দ্রে আনার চেষ্টা করেনি বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির ডাকা আজকের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে, জানিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যদিয়ে নির্বাচন নিয়ে বিএনপির সকল অভিযোগও প্রত্যাখ্যান করেছে বিএনপি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটার উপস্থিতির তুলনায় এবারের স্থানীয় সরকার নির্বাচনে উপস্থিতি বেশী ছিল বলে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির কাউন্সিলর প্রার্থীর লোকজনই সাংবাদিককে মেরেছে। পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা হরহামেশা হলেও, সে হিসেবে ঢাকায় কিছুই হয়নি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এছাড়া তিনি গোপনকক্ষে উঁকি দিয়েছে এটাকে গুরুত্বপূর্ণ না মনে করে এত বড় শান্তিপূর্ণ ভোট হয়েছে এটা বেশি গুরুত্বপূর্ণ।
No comments: