Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled »




স্থাপত্যিক বিবরণ: আয়তাকার ভূমি পরিকল্পনার মন্দিরটি প্রায় ৯০ সে.মি. পাদমঞ্চের (podium) উপরে অবস্থিত। মন্দিরের দৈর্ঘ্য ৪.৫৭ মিটার ও প্রস্থ ৪.১১ মিটার। মন্দিরটি নির্মাণে পাতলা ইট ও চুন-সুরকি ব্যবহার করা হয়। ৮৮ সে.মি. চওড়া দেয়ালের এ মন্দিরটি পূর্বমুখী করে নির্মাণ করা হয়। মন্দিরটির পূর্ব দেয়ালটিতে বহুভাজবিশিষ্ট খিলানের (multi-foil arch) প্রবেশপথ ও উত্তর দেয়ালে অর্ধবৃত্তাকার খিলানের (semi-circular arch) ১টি জানালা রয়েছে। মন্দিরের অভ্যন্তরের দক্ষিণ দেয়ালে ১টি কুলঙ্গি এবং মেঝেতে ১টি মূর্তি চেম্বার রয়েছে। সাদা বর্ণের এ মন্দিরের দেয়ালে কিছু জ্যামিতিক নকশা ব্যতিত উল্লেখযোগ্য অন্য কোন অলংকরণ নেই। আটচালা এ মন্দিরের ছাদে মঠগম্বুজের (cloister dome) প্রতিফলন লক্ষ্য করা যায়।

এছাড়া মন্দিরটি থেকে প্রায় ২০০ মিটার পশ্চিম দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি শানবাঁধানো ঘাটবিশিষ্ট ১টি প্রাচীন পুকুর রয়েছে। স্থানীয় লোকজনের মতে, কোন এককালে এ স্থানটিতে অনেক দালানকোঠা ছিল। আবার অনেকে বলেন, এ স্থানে নীলকুঠি ছিল। বর্তমানে টিকে থাকা ১টি পুকুর ও ১টি মন্দির হয়তো তারই শেষ স্মৃতি নিদর্শন।

তথ্যসূত্র:কাথুলি মঠ মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার কাথুলি নামক গ্রামে অবস্থিত। গাংনী উপজেলা সদর থেকে প্রায় ১২ কি.মি. পশ্চিম দিকে অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম হল কাথুলি। এ গ্রামের সীমান্ত-কাথুলী রাস্তার দক্ষিণ পাশে ভৈরব নদীর পূর্ব তীরে প্রাচীন এ মঠটি দেখা যায়। এ মঠটি অনেকের কাছে শিবালয় হিসেবে পরিচিত






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply