র্যাগিংয়ের নামে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে সব বিশ্ববিদ্যালয়কে কঠোর ভূমিকা নেবার পরামর্শ দিয়েছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
ড. আনিসুজ্জামান আরও বলেন, আর কোনো শিক্ষার্থী যেন আবরার হয়ে অকালে ঝরে না পড়ে। এসময় বুয়েট এর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরী দাবি করেন, আবরার হত্যার বিচার প্রক্রিয়া যেন আরও দ্রুত হয়।
ভবিষ্যতে বুয়েটের দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে শত কোটি টাকার একটি ফান্ড গঠনেরও প্রস্তাব দেন তিনি।
আর কোনো শিক্ষার্থী যেন আবরার হয়ে অকালে ঝরে না পড়ে
Tag: Featured
No comments: