এই ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি হয়ে যাবে ভাবিনি’
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। দেশের প্রথম ট্রিপল ছোঁয়া রকিবুল হাসানের ৩১৩ টপকে টাইগার ওপেনার খেলেছেন ৩৩৪ রানের অপরাজিত ইনিংস। ট্রিপলের কীর্তির চেয়ে অবশ্য তামিমের বেশি ভালো লাগছে পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরে। দিনশেষে জানিয়েছেন, এই ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি হয়ে যাবে সেটি চিন্তাতে ছিল না।
বিসিএলে ইস্ট জোনের হয়ে রোববার সেন্ট্রাল জোনের বিপক্ষে তামিম ছিলেন দুর্দান্ত। শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে প্রায় দুইদিন মোস্তাফিজ-মুকিদুলদের শাসন করেছে এ বাঁহাতি ব্যাটসম্যান। দিনের খেলা শেষে বিসিবি কেক কেটে উদযাপন করেছে তামিমের মহাকীর্তি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁহাতি তারকা জানান অনুভূতি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘এটি বিশেষ অনুভূতি। সত্যি কথা আমি কোনো সময়ই চিন্তা করিনি ট্রিপল সেঞ্চুরি করব। স্বপ্ন থাকে সবার, কিন্তু এই ম্যাচেই হয়ে যাবে এটা ভাবিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, কীভাবে ব্যাটিং করেছি সেটা। এটা না যে আমি কত রান করেছি। সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিল, যেভাবে খেলেছি সেটা। অবশ্যই অনেক খুশি। আশা রাখি এই ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি।’
Tag: games
No comments: