ইরাকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেলেন সাবেক স্পিকার আলাভি
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ তৌফিক আলাভিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে আলাভি বলেছেন, প্রেসিডেন্ট তাকে মন্ত্রিসভা গঠন করার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
মোহাম্মাদ তৌফিক আলাভি শনিবার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ খবর জানিয়ে প্রেসিডেন্ট বারহাম সালিহকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যত শীঘ্র সম্ভব তিনি ইরাকে আগাম নির্বাচন দিয়ে পরবর্তী নির্বাচিত সরকার গঠনের পথ সুগম করবেন।
ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদি
ইরাকের প্রেসিডেন্টের দফতর অবশ্য নয়া প্রধানমন্ত্রী নিয়োগের ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেয়নি। মোহাম্মাদ তৌফিক আলাভি ২০০৩ সালে সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতনের থেকে এ পর্যন্ত দুই দফা ইরাকের পার্লামেন্ট স্পিকার ছিলেন।এ ছাড়া, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির শাসনামলে তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদি সম্প্রতি তার সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের জের ধরে পদত্যাগ করেন। বর্তমানে তিনি প্রেসিডেন্টের অনুরোধে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।#
Tag: world
No comments: