আমেরিকার সঙ্গে সম্পর্কে তিক্ততা সামরিক সহযোগিতা শক্তিশালী করবে ইরাক ও রাশিয়া
ইরাক ও রাশিয়া নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের সন্ত্রাস-বিরোধী কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের হত্যাকাণ্ডের জের ধরে ওয়াশিংটন ও বাগদাদের সম্পর্কে যখন তিক্ততা সৃষ্টি হয়েছে তখন এই আলোচনার খবর পাওয়া গেল।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেঃ জেনারেল ওসমান আল-ঘানিমি বাগদাদে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ম্যাক্সিম ম্যাক্সিমভের সঙ্গে বৈঠক করেছেন।সামরিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনার ওই বৈঠকে বাগদাদে নিযুক্ত রাশিয়ার নয়া সামরিক অ্যাটাশে উপস্থিত ছিলেন।এ সময় দায়েশের (আইএস) মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে দু’দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
ইরাক থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে গত ৫ জানুয়ারি একটি বিল পাস করে ইরাকি পার্লামেন্ট
বৈঠকে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী তার দেশকে অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহু যুদ্ধে এসব অস্ত্র ইরাকের কাজে এসেছে। এ সময় ম্যাক্সিমভ দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করার অংশ হিসেবে ইরাকের সেনাপ্রধানকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ইরাকের একজন পদস্থ সেনা গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন,বাগদাদ-ওয়াশিংটন সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে রাশিয়াসহ আরো কিছু দেশ ইরাককে সামরিক সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে।গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী ড্রোন হামলায় জেনারেল সোলায়মানি ও আল-মুহান্দিস নিহত হওয়ার পর ৫ জানুয়ারি ইরাকি পার্লামেন্ট দেশটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি বিল পাস করে। ইরাকে প্রায় ৫,২০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।#
Tag: world
No comments: