ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) ওমানের আদম এলাকায় কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফেরার সময় প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ওমানের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের লিয়াকত আলী, শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের সবুর আলী এবং কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজারের টিলাইলাইন এলাকার আলম আহমেদ। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের দেশের বাড়িতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজনদেও কান্নায় ভারি হয়ে ওঠেছে চারপাশ।
No comments: