প্রস্তুত হচ্ছে শেখ মনি স্টেডিয়াম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল সামনে রেখে প্রস্তুত হচ্ছে ঢাকার বাইরের স্টেডিয়ামগুলো। তারই ধারাবাহিকতায় প্রস্তুত হচ্ছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। চতুর্থবারের মতো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই স্টেডিয়াম। যদিও বেশ কিছু সংস্কার কাজ এখনও বাকি আছে। তবে, সব কিছু ছাপিয়ে সুষ্ঠুভাবে লিগ শেষ করতে চায় জেলা ফুটবল ফেডারেশন ও আয়োজকরা। এদিকে, গোপালঞ্জবাসীও মুখিয়ে আছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় এই আসরের খেলা দেখতে।
ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। প্রতিবছর যার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে খেলোয়াড় থেকে শুরু করে ফুটবল সমর্থকরা। বিশেষ করে ঢাকার বাইরের দর্শকরা। ক্লাবগুলোর হোম ভেন্যু হিসেবে প্রতিবছর ঢাকার বাইরের স্টেডিয়ামগুলো ব্যবহৃত হয়। তাই বিপিএল ফুটবল আয়োজনের আগে প্রস্তুতি নেয় স্টেডিয়ামগুলো। তারই ধারাবাহিকতায় এবারো প্রস্তুত হচ্ছে মুক্তিযুদ্ধ সংসদ ক্রীড়া চক্রের হোম ভেন্যু গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম।
১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল ফুটবল। তবে, এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি গোপালগঞ্জের এই ভেন্যু। মাঠ খেলার উপযুক্ত হলেও, গ্যালারিতে এখনও বাকি আছে বেশ কিছু সংস্কার কাজ। যা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানায় জেলা ফুটবল ফেডারেশন। পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে লীগ আয়োজনের প্রত্যাশা তাদের।
এদিকে, দেশীয় ফুটবলারদের পাশাপাশি পল এমিলি, ইসমাইল বাঙ্গুরা, আলবার্ট ফ্র্যাঙ্কদের মত বিদেশী ফুটবলারদের খেলা দেখতে মুখিয়ে আছে গোপালগঞ্জবাসী।
এবার ৪র্থ বারের মতো মুক্তিযুদ্ধ সংসদ ক্রীড়া চক্রের হোম ভেন্যু হিসেবে বিপিএলে ব্যবহৃত হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম।
Tag: games
No comments: