By: Administrator
on Friday, February 07, 2020
অয়ন ঘোষাল: আপাতত ছুটিতে শীত। কিন্তু পূবালী হাওয়ার দাপটে রাজ্যজুড়ে শীতের আমেজ। আজ সারা দিন মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ও উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি। শনিবার সকালেও বিক্ষিপ্ত বৃষ্টি।
আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, দিনভর মেঘলা আকাশ থাকবে। রবিবার থেকে ফের নামবে পারদ। ফিরবে শীতের আমেজ। কলকাতায় রবিবার তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রিতে নামার সম্ভাবনা। জেলার ক্ষেত্রে তাপমাত্রা নামতে পারে ১০-এর কাছাকাছি।
সকালের দিকে কমলেও রাতে বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৫ শতাংশ। পঞ্জাবে শৈত্যপ্রবাহ জারি থাকবে। দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা। আগামী ৪৮ ঘণ্টায় উড়িষ্যাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, খামখেয়ালি এই আবহাওয়ার পিছনে রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা। তবে ঝঞ্ঝা কাটলেই শীতের আমেজ, আপাতত আজ সন্ধে থেকে বৃষ্টির পূর্বাভাস। কাল পর্যন্ত বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। যদিও ভারী নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা আর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্মাবর্ত এর ফলেই বৃষ্টি।
Tag:
world
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
No comments: