২১২ করলেই ফাইনালে বাংলাদেশ
-
যুব বিশ্বকাপের সেমিফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানো বাংলাদেশ ২১২ রানের লক্ষ্য পেয়েছে। বৃহস্পতিবার জিতলেই ইতিহাস গড়বে টাইগাররা। নিজেদের ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে যাবে বিশ্বকাপের ফাইনালে।
পচেফস্ট্রুমে শুরুতে ব্যাট করতে নামা কিউই যুবাদের আঁটসাঁট বোলিংয়ে আটকে রাখতে সক্ষম হয় টাইগাররা। শেষে দ্রুত কিছু রান জমায় দলটি। নির্ধারিত ওভারে ৮ উইকেটে তাতে ২১১ রানে যেতে পারে নিউজিল্যান্ড।
ওপেনিংয়ে ব্যর্থতার পর মিডলঅর্ডারে প্রতিরোধের চেষ্টা করেছে নিউজিল্যান্ড। যদিও তখন রান তোলার গতি ছিল খুব ধীর। ওয়ানডাউনে লেলম্যান ২৪, পরে লিডস্টোন ৪৪, আর লোয়ার মিডলে হুইলার-গ্রিন্যালের অপরাজিত ৭৫ রানে দুইশ পেরিয়ে যায় কিউইরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুরুতে কিপ্টে বোলিংয়ে বাংলাদেশের পেস-স্পিন এদিন সমানে সমান দৌড় দিয়েছে। বাঁহাতি স্পিনার রাকিবুল ১০ ওভারে ৩ মেডেনে ৩৫ রানে নেন এক উইকেট। তিনি নিজের স্পেলের শুরুতে টানা ৩.২ ওভার ডট বল করেন।
আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ১০ ওভারে এক মেডেনে ৩৪ রানে নেন ২ উইকেট। ডানহাতি অফস্পিনার শামীম হোসেন ৬ ওভারে এক মেডেনে ৩১ রানে জমান ২ উইকেট। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম শেষে যেয়ে একটু খরুচে হয়ে পড়েন, ১০ ওভারে ২ মেডেনসহ ৪৫ রান খরচায় তার ঝুলিতে উইকেট ৩টি।
Tag: games
No comments: