জয়ের ধারায় ফিরল বার্সেলোনা
লা-লিগায় জয়ের ধারায় ফিরলো ফুটবল ক্লাব বার্সেলোনা। আনসু ফাতির জোড়া গোলে লেভান্তের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কাতালানরা। এদিকে, ইতালিয়ান সিরিআ'তে ফিওরেন্তিনোকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস।
লিগে শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরে টেবিলের শীর্ষস্থান খুইয়েছে বার্সেলোনা। ন্যু-ক্যাম্পে তাই একটা জয়ের অপেক্ষায় ছিল দর্শক। হতাশ করেনি কাতালানরা। ৩০ মিনিটে মেসির বাড়িয়ে দেয়া বল থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে সমর্থকদের উদযাপনের উপলক্ষ এনে দেন আনসু ফাতি।
বুঝে ওঠার আগেই লিড দ্বিগুণ হয় স্বাগতিকদের। ৩১ মিনিটে আবারও লিওর অ্যাসিস্টে জোড়াগোল পূরণ করেন এই তরুণ তুর্কী। বিরতির পর ন্যু ক্যাম্পের সৈনিকরা আর গোল না পেলেও অতিরিক্ত সময়ে ব্যবধান কমান রোচিনা। জয় পেলেও ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই থাকলো বার্সেলোনা।
No comments: