Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০৯, মৃত ১৯, সুস্থ হয়ে ফিরেছেন ৮০




28 March 2020, 18:45 PM সারা দেশে আক্রান্ত বেড়ে ৯০৯, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত কেরলে, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন। 28 March 2020, 09:30 AM করোনায় দেশে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮০০ ছাড়াল। আক্রান্ত ৮৭৩ জন। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে আরও এক চিকিৎসকের। ফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯। 28 March 2020, 00:00 AM একই সঙ্গে পরিবারের ৫ জনের দেহে মিলল করোনার সংক্রমণ। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। এই আক্রান্তদের মধ্য একজন ৯মাসের শিশু, একজনে বয়স ৬ বছর এবং অন্যজনের বয়স ১১ বছর। 27 March 2020, 14:00 PM করোনায় কর্নাটকে ফের মৃত্যু হল একজনের। কর্নাটকের টুমকুরে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সী এক প্রৌঢ়ের। এরফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮। জানা গিয়েছে, ৫ মার্চ তিনি ট্রেনে দিল্লি গিয়েছিলেন। ট্রেনের সহযাত্রীদের সম্পর্কে খোঁজ নিচ্ছে প্রশাসন। 27 March 2020, 10:00 AM দেশে একদিনে সর্বাধিক আক্রান্ত ৮৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪। মহারাষ্ট্রে আক্রান্ত সর্বাধিক, প্রায় ১৩৮জন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল, আক্রান্ত কমপক্ষে ১১৮। ভারতে এখনও পর্যন্ত করেনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। রাজস্থানের ভিলাওয়াড়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩ বছরের এক বৃদ্ধার। 27 March 2020, 09:30 AM করোনা মোকাবিলায় ১২ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। কমিটিতে আছেন ২ স্বাস্থ্যকর্তা, ৫ জন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও ৫ জন বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসক। বিশ্বমারী করোনার সঙ্গে যুঝতে কী করা উচিত, কী করা উচিত নয়, পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা সবকিছু নিয়েই সরকারকে পরামর্শ দেবে এই কমিটি। 26 March 2020, 21:00 PM মহল্লা ক্লিনিকের এক ডাক্তার করোনায় পজিটিভ হলেন। সেই ডাক্তারের সংস্পর্শে আসা ৯০০ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। দিল্লির সরকার কমিউনিটি স্প্রেড—এর আশঙ্কা করছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ওই ডাক্তারের স্ত্রী ও মেয়েও করোনায় সংক্রামিত হয়েছেন। 26 March 2020, 18:15 PM করোনার চিকিৎসায় এবার কিট তৈরি করবে রাজ্য সরকার। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে লালারস সংগ্রহের বিশেষ আধার বা কিট তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। যার নাম "ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া"। 26 March 2020, 18:15 PM করোনার চিকিৎসায় এবার কিট তৈরি করবে রাজ্য সরকার। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে লালারস সংগ্রহের বিশেষ আধার বা কিট তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। যার নাম "ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া"। 26 March 2020, 18:00 PM মিলেছে স্বাস্থ্যমন্ত্রকের ছাড়পত্র, আজ থেকেই উত্তরবঙ্গ মেডিক্যালে শুরু হচ্ছে করোনা টেস্ট মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষা শুরু হচ্ছে। ভাইরাল রিসার্চ সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরির প্রস্তুতিও শেষপর্যায়ে। 26 March 2020, 18:00 PM লকডাউনের জন্য বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন বাংলার শ্রমিকরা। তাঁরা খাবার, থাকার জায়গা পাচ্ছেন না। বার বার রাজ্য সরকারকে ফোন করছেন তাঁরা। ভিডিয়ো বার্তায় উদ্ধারের আর্তি জানাচ্ছেন। এই পরিস্থিতিতে আটকে থাকা সমস্ত বাংলার শ্রমিকরা যাতে ঠিকমতো খাদ্য-বাসস্থান পায়, তা নিশ্চিত করতে এবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। ১৮টি রাজ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 March 2020, 10:45 AM করোনায় কাশ্মীরে প্রথম মৃত্যু। শ্রীনগরে মৃত্য়ু ৬৫ বছরের প্রৌঢ়ার। অন্যদিকে মহারাষ্ট্রের ভাসিতেও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১৩। আক্রান্ত বেড়ে ৬৪৯ জন। 26 March 2020, 09:15 AM লকডাউনের মধ্যেই রাজ্যে আরও এক করোনা আক্রান্তের খোঁজ মিলল। ৬৬ বছর বয়সী, দক্ষিণ ২৪ পরগানর নয়াবাদের বাসিন্দা এক প্রৌঢ়ের শরীরে মিলল নোভেল করোনাভাইরাসের জীবাণু। এরফলে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০। 26 March 2020, 00:15 AM ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০৬। মৃত্যু হল ১১ জনের। 25 March 2020, 19:00 PM কলকাতা মেডিক্যাল কলেজের পর করোনার চিকিত্সায় দ্বিতীয় হাসপাতাল হল রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। ৫০০ বেডের ব্যবস্থা করা হচ্ছে সেখানে। 25 March 2020, 18:00 PM সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মাস্ক নেই। স্যানিটাইজার নেই। প্রাণ সংশয় হয়ে যাচ্ছে। কাজ বন্ধ করে বেলেঘাটা আইডি হাসপাতালে বিক্ষোভে সামিল হলেন নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীরা। 25 March 2020, 12:00 PM করোনার সংক্রমণ পরীক্ষায় ২২টি বেসরকারি ল্যাবকে স্বীকৃতি দিল ICMR। দিল্লি, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কর্নাটকের কয়েকটি বেসরকারি ল্যাবকে নমুনা পরীক্ষার ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬২। 25 March 2020, 09:00 AM করোনায় ফের মৃত্যু ভারতে। নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তামিলনাড়ুতে প্রাণ হারিয়েছেন ৫৪ বছরের এক প্রৌঢ়। এরফলে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১-তে। 25 March 2020, 00:00 AM ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫১৯। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ জন। গত ২৪ ণ্টায় বিশ্বে করোনার বলি ৭৫৩ জনের। মৃত্যুর সংখ্যা ১৭,২৬০। আক্রান্ত ৩,৯৮,৮৩৪ জন। তবে সুস্থ্য হয়েছেন ১,৩,৭৪৮ জন। 24 March 2020, 13:15 PM দেশে করোনায় মৃত্যু আরও একজনের। মারণ ভাইরাসের শিকার হয়ে মহারাষ্ট্রের মুম্বইতে মৃত্যু হয়েছে ৬৫ বছরের এক বৃদ্ধার। করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। 24 March 2020, 09:00 AM রাজ্য়ে আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, এদের মধ্যে একজন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। অন্যজনও বিদেশ থেকে ভারতে ফেরেন। তবে কোন দেশ তা এখনও বেলেঘাটা আইডি খোলসা করেনি। 23 March 2020, 21:45 PM সোমবার পশ্চিমবঙ্গের পর এবার হিমাচল প্রদেশেও মৃত্যু হল ১ ব্যক্তির। টান্ডার এক হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৯, আক্রান্তের সংখ্যা ৪৬৯। 23 March 2020, 20:15 PM করোনা সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হল ডোমেস্টিক ফ্লাইট। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৩৩। করোনা প্রতিষেধক হিসেবে ‘হাইড্রোক্সাইক্লোরোকুইন’ ব্যবহারের পরামর্শ দিল আইসিএমআর। পশ্চিমবঙ্গে মৃত্যু করোনা আক্রান্ত এক ব্যক্তির। দক্ষিণ দমদমের ওই পৌঢ়ের দেহে করোনাভাইরাস ধরা পড়ে গত শনিবার। আজ বিকালে তাঁর মৃত্যু হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। মৃতদেহ দ্রুত সত্কারের নির্দেশ প্রশাসনের। বিকেল পাঁচটা থেকে পশ্চিমবঙ্গে শুরু হল লকডাউন। 23 March 2020, 17:15 PM রাজ্যে এই প্রথম করোনার বলি। আজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল দমদমের সংক্রমিত প্রৌঢ়র। ২১ মার্চ খোঁজ মেলেছিল ব্যক্তির। এরপর আরও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। নমুনার পর পরীক্ষার পর প্রৌঢ়ের শরীরে মিলেছিল করোনাভাইরাসের উপস্থিতি। ১৩ মার্চ থেকে জ্বর-সর্দি-কাশির উপসর্গ দেখা দেয় দমদমের বাসিন্দা ৫৭ বছরের প্রৌঢ়ের। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ১৬ মার্চ তাঁকে ভর্তি করা হয়। এসএসকেএম ও নাইসেডে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস মেলে। 23 March 2020, 15:30 PM প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কানাডা সর্বপ্রথম দেশ যারা অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিল। এক বিবৃতিতে কানাডা অলিম্পিক কমিটি এবং কানাডা প্যারা অলিম্পিক কমিটি জানিয়েছে, "অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস তারা অ্যাথলিটদের পাঠাবে না। " কানাডার পাশাপাশি নাম তুলে নিল অস্ট্রেলিয়াও। টোকিওতে ২৪ জুলাই থেকে অলিম্পিক্স এবং ২৫ জুলাই থেকে প্যারা অলিম্পিক্স শুরু হওয়ার কথা। তবে পরিস্থিতি যা, তাতে মনে করা হচ্ছে এবছর গ্রেটেস্ট শো অন আর্থ অর্থাত্ অলিম্পিক বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। 23 March 2020, 15:15 PM কলকাতাগামী সমস্ত উড়ান বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলে কার্ফুর পর এবার উড়ান বন্ধের আর্জি। 23 March 2020, 15:00 PM লকডাউন পিরিয়ডে অযথা আতঙ্কিত না হয়ে, আতঙ্ক না ছড়িয়ে রাজ্যবাসীকে নিয়ম মেনে চলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেই ব্যাপারেও সতর্ক করলেন তিনি। 23 March 2020, 12:00 PM চলতি মাসে এ নিয়ে দু’বার। বাজার এতটাই মুখ থুবড়ে পড়ল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল লেনদেন। সেনসেক্স ১০ শতাংশ পড়ে দাঁড়িয়েছে ২৬,৯৯২৪ সূচকে। ২০১৬ সালে ডিসেম্বরে শেষ ২৬ হাজারের নীচে দেখা গিয়েছিল সেনসেক্সকে। ৯.৬৩ শতাংশ পড়ে ৭,৯০০ সূচকে দাঁড়িয়ে নিফটিও। 23 March 2020, 12:00 PM বহুজাতিক ভারতীয় সংস্থা ভারত ফোর্জ ৩১ মার্চ পর্যন্ত তাদের গোটা ইউনিট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই সংস্থা অটো মোবাইল, গ্যাস, তেল, খনি থেকে মহকাশ গবেষণার সামগ্রী তৈরি করে থাকে 23 March 2020, 09:45 AM ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছুঁই ছুঁই। এই মুহূর্তে আক্রান্ত ৩৯৬ জন। রাজস্থান ও কেরলে নতুন করে করোনায় আক্রান্ত। 22 March 2020, 19:45 PM স্টেজ থ্রির দোরগোড়ায় এসে ভারতে আরও একজনের মৃত্যু। এবার ঘটনাস্থল সুরাট। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের বয়স ৬৯ বছর। পাশাপাশি জানা যাচ্ছে, করোনা সংক্রমণের আগে থেকেই একাধিক সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ 22 March 2020, 15:30 PM করোনা সতর্কতার জের, আগামিকাল বিকেল ৪টে থেকে লকডাউন হয়ে যাচ্ছে কলকাতা-সহ সমস্ত পুরশহরগুলি। লকডাউনে মিলবে শুধুমাত্র অত্যাবশ্য়কীয় পণ্য। ৩১ মার্চ পর্যন্ত থাকবে লকডাউন পরিস্থিতি। কেন্দ্রের সঙ্গে মুখ্যসচিবদের পরামর্শে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের মোট ৭৫টি জায়গায় লকডাউন ঘোষণা হয়েছে। 22 March 2020, 15:30 PM ৩১ মার্চ পর্যন্ত পুরোপুরি বন্ধ দেশজোড়া রেল পরিষেবা। আজ মধ্যরাত থেকেই লাগু হচ্ছে এই নিয়ম। সব দূরপাল্লার মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিল রেলওয়ে বোর্ড। ফলে কার্যত আশিংক লক ডাউনের পথে দেশ। জানানো হয়েছে শহর ও শহরতলি থেকে কোনও ট্রেন ছাড়বে না। বন্ধ করে দেওয়া হচ্ছে মেট্রো পরিষেবাও। কাল থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে না মেট্রো রেলও। তবে, অত্যাবশকীয় পণ্য পরিবহণের জন্য শুধুমাত্র চালু থাকবে মালগাড়ি। 22 March 2020, 00:00 AM রাজ্যে আরও একজন করোনাআক্রান্তের খোঁজ মিলল। তবে তাঁর বিদেশযাত্রার কোনও রেকর্ড নেই। দমদমের বাসিন্দা, প্রৌঢ়ের শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। এনিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪। ​ 21 March 2020, 17:30 PM ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল করোনাভাইরাস পরীক্ষার জন্য আজ থেকেই দেশজুড়ে কাজ শুরু করবে ১১১ ল্যাবরেটরি। রাজ্যের সব রেস্টুরেন্ট, বার, পাব, নাইটক্লাব, বিনোদনপার্ক বন্ধ করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। 21 March 2020, 13:45 PM ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ২৭১। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্র। এখনও পর্যন্ত সেখানে ৬৩ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। গোটা দুনিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৭২,৩৫১ জন। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১১,৩১০-এ। ইতালিতে মৃতের সংখ্যা ৪০০০ পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৬২৭ জনের। 21 March 2020, 10:45 AM রাজস্থানে নতুন করে ছ জন ও পাঞ্জাবে আরওতিন জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কেরালাতে নতুন করে বারো জনের শরীরে নভেল করোনা পজিটিভ ধরা পড়েছে। গতকাল দেশে একদিনে সবচেয়ে বেশি, সাতান্ন জনের শরীরে করোনা ধরা পড়েছে। আজ জব্বলপুরে আরও চারজন আক্রান্ত। হিমাচলে প্রথম দু জনের শরীরে নভেল করোনা পজিটিভ। মহারাষ্ট্রে তেষট্টি জন অসুস্থ। স্তব্ধ পুনে ও মুম্বই। আগামীকাল দেশজুড়ে জনতা কার্ফু। আজ মধ্যরাত থেকেই পরিষেবা বন্ধ করতে চলেছে লোকাল ট্রেন। 21 March 2020, 08:45 AM রাজ্যে এই নিয়ে তৃতীয়বার, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। পঞ্চসায়র, বালিগঞ্জের পর এবার সংক্রমণ মিলল হাবড়ার এক তরুণীর শরীরে। 21 March 2020, 00:00 AM প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,''আমরা সাতটা ল্যাবের কথা বলেছি। আমাদের কথা তিনি নোট করেছেন। তিনি আমাদের যে কথা বলেছেন, সেটা আমরা অনেক আগেই করে দিয়েছে। আমি বৈঠকে বলেছি, আন্তর্জাতিক বিমান বন্ধ করে দিন। সেটাই সব থেকে বড় সমস্যা। উনি দেখছেন বলেছেন। মহারাষ্ট্র, তেলেঙ্গানাও বিদেশি বিমান বন্ধ করতে বলেছে।'' ​ 21 March 2020, 00:00 AM রবিবার 'জনতা কার্ফু' জের ভারতীয় রেলেও। কোনও লোকাল বা দূরপাল্লার ট্রেন চলবে না ওই দিন। শনিবার মধ্যরাত থেকে পরের দিন রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন। জরুরি পরিষেবার ক্ষেত্রে ন্যূনতম লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট শাখা। রবিবার মাঝরাত থেকে পরেরদিন রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ করল ভারতীয় রেল। কোন শাখায় কতগুলি ট্রেন চলবে, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট শাখা। জরুরি পরিষেবা সচল রাখতে নামমাত্র লোকাল ট্রেন চলবে। শনিবার মাঝরাত থেকে পরেরদিন অর্থাত্ রবিবার রাত ১০টা পর্যন্ত বাতিল করে দেওয়া হল ২৪০০টি প্যাসেঞ্জার ট্রেন। তবে যে ট্রেনগুলি যাত্রাপথের মাঝপথে রয়েছে, তাদের গন্তব্য পর্যন্ত চালানো হবে। গোটা বিষয়টিতে নজর রাখবে সংশ্লিষ্ট শাখা। যে ট্রেনগুলি খালি থাকবে, সেগুলি মাঝপথেই থামিয়ে দেওয়া হতে পারে। ২২ মার্চ, রবিবার ভোর ৪টে থেকে রাত ১০ পর্যন্ত বাতিল করা হল দূরপাল্লার ট্রেন (মেল, এক্সপ্রেস ও ইন্টারসিটি)। তবে যাত্রাপথে থাকা দূরপাল্লার ট্রেনগুলি সচল থাকবে। যে সব ইন্টারসিটি বা দূরপাল্লার ট্রেনে প্রচুর যাত্রী সওয়ার হন, সেগুলি নির্দিষ্ট সূচি অনুযায়ী চলবে। যাতে স্টেশনে অতিরিক্ত ভিড় এড়ানো যায়। 21 March 2020, 00:00 AM মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কলকাতা পুলিস টুইটারে বিবৃতি দিয়ে জানায়, ''এখনও পর্যন্ত যে দু’জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তাঁরা বিদেশে থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন। কলকাতায় সেই সংক্রমণ বহন করে এনেছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানাচ্ছে,গত কয়েকদিনের মধ্যে যাঁরা অন্যান্য দেশ থেকে এ-রাজ্যে এসেছেন, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে, তাঁরা যেন অবশ্যই বাধ্যতামূলকভাবে ১৪ দিন গৃহ পর্যবেক্ষণে (home quarantine) থাকুন। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এখন কর্তব্য। যে বা যাঁরা এই নির্দেশ অমান্য করবেন, তাঁর বা তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার। প্রয়োজনে পশ্চিমবঙ্গ মহামারি আইন বলপূর্বক প্রয়োগ করে গৃহবন্দি থাকতেও বাধ্য করা হবে।'' 21 March 2020, 00:00 AM পরিস্থিতি ভাল নয়। এই অবস্থায় করোনায় একচিলতেও ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী। অত্যাবশকীয় কাজ ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। প্রয়োজনে জোর করে হাসপাতালে। বাংলায় মহামারী আইন জারির পর এবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বসার আগে নবান্ন একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকে রাজ্যবাসীর উদ্দেশে একাধিক বার্তা দিয়েছে মমতা। করোনা পরিস্থিতিতে বাংলায় জরুরি ত্রান তহবিল তৈরি, ২ টাকার বদলে রাজ্যে বিনামূল্যে খাদ্যশস্য। ৫০ শতাংশ সরকারি কর্মী বাড়ি থেকেই কাজের নির্দেশসহ একাধিক সতর্কতামূলক বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি বারবার নিজেকে জীবানু মুক্ত রাখার পরামর্শও দিলেন নেত্রী। ​ 21 March 2020, 00:00 AM সচেতনতার হাজারও বার্তা, হাজারও নির্দেশ সত্ত্বেও ফের উঠছে ভয়াবহ দায়িত্বজ্ঞানহীনতার প্রশ্ন। কলকাতায় করোনায় আক্রান্ত দ্বিতীয় আক্রান্ত তরুণও বেপরোয়াভাবে শহরে ঘুরেছেন বলে অভিযোগ উঠছে। গত ১৩ মার্চ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা ফেরেন বালিগঞ্জের তরুণ। লন্ডন থেকে ফেরার পর, চিকিত্সকরা তাঁকে বাড়িতে সম্পূর্ণ হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। উপসর্গ দেখা দেওয়ায় গত ১৭ মার্চ বেলেঘাটা আইডিতে ভর্তি হন তরুণ। ​ 20 March 2020, 15:15 PM করোনা মোকাবিলায় মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করা হল। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সব বন্ধ করে দেওয়া হয়েছে। মুম্বই, নাগপুর, পিম্পড়িতে সমস্ত অফিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 20 March 2020, 13:45 PM দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াল। করোনা আক্রান্ত এই মুহূর্তে ২০৬। 20 March 2020, 11:00 AM ভারতের করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হল। দেশে মৃতের সংখ্যা বেড়ে ৫। করোনায় আক্রান্ত হয়ে কর্নাটক, দিল্লি, মহারাষ্ট্রের পর এবার মৃত্যু হল রাজস্থানে। 20 March 2020, 10:15 AM কলকাতায় খোঁজ মিলল দ্বিতীয় করোনা আক্রান্তের। লন্ডন ফেরত বালিগঞ্জের এক যুবকের শরীরে নোভেল করোনাভাইরাসের জীবাণু মিলেছে। বেলেঘাটা আইডি-তে ভর্তি ওই যুবক। ১৬ তারিখ ওই যুবক লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতায় ফেরেন। তারপর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। 20 March 2020, 10:00 AM ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৬। অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তির শরীরে মিলেছে COVID-19 ভাইরাস। 20 March 2020, 10:00 AM আজ সকালে দুবাই থেকে ১১৪ জন ভারতীয়কে নিয়ে পুনে ফেরে স্পাইসজেটের একটি বিমান। ১১৪ জন যাত্রীর সবাইকেই কোয়ানেন্টাইন করে রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজনের হাঁচি, কাশির উপসর্গ রয়েছে। 20 March 2020, 10:00 AM করোনা ভাইরাসে ইটালিতে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল চিনকে। ইটালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০৫ জন। চিনে এখনও পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩২৪৫ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply