পরিস্থিতির অবনতি: ফ্রান্সে লকডাউনের মেয়াদ বাড়লো
ইউরোপের অন্যতম উন্নত দেশ ফ্রান্সে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মারাত্মক আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দেশটিতে লকডাউনের মেয়াদ আগামী ১১ মে পর্যন্ত বাড়িয়েছেন।
একই সঙ্গে তিনি দেশের মানুষকে আশার কথা শুনিয়ে বলেছেন, “শুভ দিন অবশ্যই সামনে আসবে।” গতকাল (সোমবার) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ আশার বাণী শোনান।
গতকাল ছিল ফ্রান্সে চার সপ্তাহের লকডাউনের শেষ দিন কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রেসিডেন্ট নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ান।
ম্যাক্রন বলেন, “করোনা-বিরোধী লড়াইয়ে অগ্রগতি হয়েছে কিন্তু এখনো আমরা এ যুদ্ধে বিজয়ী হতে পারি নি।” তিনি বলেন, “যদি আমাকে জিজ্ঞেস করা হয় কবে এ পরিস্থিতির শেষ হবে তাহলে হয়তো আমি একটি জবাব দিতে পারব কিন্তু সত্যি কথা বলতে গেলে এ প্রশ্নের সঠিক কোনো জবাব আমার কাছে নেই।”
গত ১৭ মার্চ থাকে ফ্রান্সে লকডাউন শুরু হয় এবং দেশটির ছয় কোটি ৭০ লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেয় সরকার। ফ্রান্সে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৪ হাজার ৯৬৭ জন মানুষ মারা গেছে।#
Tag: Featured
No comments: