আগামী সপ্তাহেই করোনা পরীক্ষার কিট দেবে গণস্বাস্থ্য কেন্দ্র
সরকারের কাছে গত ১১ এপ্রিল কিট হস্তান্তরের কথা থাকলেও গণস্বাস্থ্য কেন্দ্র আগের দিন তা স্থগিত করে। তবে সব শঙ্কা কাটিয়ে আগামী সপ্তাহে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের উদ্ভাবিত দ্রুত করোনা শনাক্তের কিট অনুমোদনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে হস্তান্তর করবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এ বিষয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ গণমাধ্যমে বলেন, এক সপ্তাহ পর অথ্যাৎ ২১ বা ২২ এপ্রিলের মধ্যে কিট হস্তান্তর করতে পারব।
এর আগে হস্তান্তর করতে কী সমস্যা হয়েছিল? জানতে চাইলে তিনি বলেন, ইলেট্রিক্যাল প্লাস মেকানিক্যাল সমস্যা হয়েছিল।ইলেকট্রিক্যাল ডিজাস্টার হয়েছিল। এখন সেই সমস্যা কাটিয়ে আমরা কাজ দ্রুত গতিতে করে যাচ্ছি। আগামী মঙ্গল-বুধবার মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে হস্তান্তর করা হবে।
জাফরুল্লাহ জানিয়েছিলেন, তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সহজে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা যাবে। খুব স্বল্প ব্যয়ে অথ্যাৎ ২০০ থেকে আড়াইশ টাকা খরচ করেই করোনা শনাক্ত করা যাবে। ডাক্তারের চেম্বার, ওষুধের দোকান, বিভিন্ন জায়গাতে বসে এ পরীক্ষাটা করা যাবে।
প্রাথমিক পর্যায়ে কী পরিমাণ কিট দেওয়া হবে জানতে চাইলে তিনি জানান, ‘আমাদের দেওয়া স্যাম্পল সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) অনুমোদন দিলে আমরা প্রাথমিকভাবে ১ লাখ করোনা শনাক্তকরণ কিট সরকারকে দিতে চাই। তবে সরকার চাইলে পর্যায়ক্রমে ২ কোটি করোনা শনাক্তের 'রেপিট ডট ব্লট' দিতে পারব।
রেপিট ডট ব্লট' প্রসঙ্গে ডা. জাফরউল্লাহ জানান, ‘র্যাপিড ডট ব্লট’ পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটা মূলত ভাইরাস ডিটেক্ট না করে রক্তের নমুনার মাধ্যমে রোগ হয়েছে কিনা সেটা যাচাই করে। অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির তাৎক্ষণিক রোগ প্রকাশ না পেলে এই পদ্ধতি সফল নাও হতে পারে বলে অনেকে আশঙ্কা করেন তিনি।
Tag: national
No comments: