Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো শালকে’কে




  ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো শালকে’কে

স্বাগতিক ইউনিয়ন বার্লিনের মাঠে ম্যাচের ১১ মিনিটেই রবার্ট এন্ড্রিচের গোলে পিছিয়ে পড়ে শালকে। তবে এরপরেই আক্রমণের ধার বাড়ায় রয়েল ব্লু'রা। ২৮ মিনিটে আসে কাঙ্খিত মুহূর্ত। কেনির গোলে সমতায় ফেরে শালকে।


 দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তনের পরেও আর কোন গোল করতে পারেনি অতিথিরা। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শালকে'কে। এ ড্রয়ে টেবিলের ১০ নম্বরে নেমে গেলো তারা। বার্লিন আছে ১৪ তে।

এদিকে আরেক ম্যাচে ব্রেমেন-ভলর্সবুর্গের লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। নিশ্চিত ড্রয়ের ম্যাচে অতিথিদের পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন ওয়েথহোস্ট।

অসবুর্গ অ্যারেনায় কোলনের বিপক্ষে ম্যাচেরও সব রোমাঞ্চ তোলা ছিলো শেষ ৫ মিনিটের জন্য। ৮৫ মিনিটে অ্যান্থোনিওর গোল যখন চোখ রাঙ্গাচ্ছিলো হারের তখনই দৃশ্যপটে ফিলিপ ম্যাক্স। ৮৮ মিনিটে তার দূর্দান্ত ফিনিশিংয়ে স্বাগতিক দল পায় ১ পয়েন্ট।


 

৩১তম রাউন্ডের ম্যাচে অসবুর্গ মেইঞ্জের আর কোলনের প্রতিপক্ষ ইউনিয়ন বার্লিন। 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply