Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ফাইনাল মহারণের আগে অনুশীলনে পিএসজি-মিউনিখ




ফাইনাল মহারণের আগে অনুশীলনে পিএসজি-মিউনিখ

বিশ্রাম শেষে চ্যাম্পিয়ন্স লিগের জন্য অনুশীলনে নেমে পড়েছে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই। সাবেক ক্লাবের বিপক্ষে লড়াইয়ে বায়ার্ন মিউনিখেই এগিয়ে রাখছেন উইঙ্গার কিংসলে কোম্যান। নেইমার, এমবাপ্পেকে নিয়ে না ভেবে ফাইনালে ভাল খেলার দিকেই লক্ষ্য বাভারিয়ানদের। শিরোপা জিতেই লিসবন ছাড়তে চায় বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ইউরোপ সেরার ফাইনালের মঞ্চে প্রথম অংশগ্রহণটা স্মরণীয় করে রাখতে চায় পিএসজি। ইউরোপের ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগ। মর্যাদার মঞ্চে এবার নেই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মত ক্লাব। অলিম্পিক লিঁ ও, লাইপজিগের মত জায়ান্ট কিলারদের যাত্রা থেমেছে সেমিফাইনালেই। প্রথমবারের মত ফাইনাল মাতাতে প্রস্তুত প্যারিস সেন্ট জারমেই। তাদের সঙ্গী ৫ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শিরোপা জয়ের অভিজ্ঞতায় বায়ার্নের চেয়ে পিছিয়ে থাকলেও, বর্তমান সময়ে উড়ছে পিএসজি। তাই ম্যাচের আগে ফেবারিটের তকমা দেয়া যাচ্ছে না কাউকেই। দু'দলই শেষ করেছে সেমিফাইনালের কঠিন মিশন। একটু বিশ্রাম নিয়ে আবারো নেমে পড়েছে ফাইনালের প্রস্তুতিতে। লিসবনে বায়ার্নের অনুশীলনে সবার মনোযোগ কিছুটা হলেও কেড়ে নিয়েছিলেন উইঙ্গার কিংসলে কোম্যান। ২০১৩ সালে পিএসজি ছেড়ে য়্যুভেন্তাসে পাড়ি জমিয়েছিলেন। সেখান থেকে এসেছেন বায়ার্নে। সাবেক ক্লাবের বিপক্ষে ফাইনাল খেলা নিয়ে একটু কি আবেগআপ্লুত কোম্যান? না সে শঙ্কা একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। ফাইনালে বরং এগিয়ে রাখছেন বায়ার্ন মিউনিখকেই। বায়ার্ন মিউনিখের উইঙ্গার কিংসলে কোম্যান, 'পিএসজি এখন আর আমার ভাবনায় নেই। অতীত ঝেড়ে ফেলে বর্তমান নিয়েই এগিয়ে যেতে চাই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালই এখন আমাদের ধ্যান জ্ঞান। বায়ার্ন মিউনিখ পিএসজির চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ দল। তবে, ওদের দলে নেইমার, এমবাপ্পেদের মত তারকা ফুটবলার আছে। ওদের হারানোটা তাই চ্যালেঞ্জিং। কিন্তু আমরা নির্দিষ্ট কোন তারকাকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। বরং শিরোপা জয়ের দিকে ই মনোযোগ আমাদের। লিসবন থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ই ফিরতে চাই।' বিশ্রাম শেষে অনুশীলনে ফিরেছে পিএসজিও। দলের সঙ্গে যোগ দিয়েছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। বেশ কিছুদিন ধরে ই ভুগছেন ইনজুরিতে। তবে, ফিট হয়ে উঠেছেন ফাইনালের আগে। প্রথমবারের মত ফাইনালে উঠাটা স্মরণীয় করে রাখবে দল এমনটাই লক্ষ্য তার। পিএসজির'র মিডফিল্ডার মার্কো ভেরাত্তি বলেন, 'পিএসজি ৯ বার লিগ ওয়ান জিতেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আমাদের কোন সাফল্য নেই। দলের সবাই জানে ফাইনালের গুরুত্বটা। সবাই এক হয়ে লড়তে চাই। শিরোপা ছাড়া আর কিছুই ভাবছি না আমরা।' ২৪ আগস্ট রাতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসের প্রথম ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। ১৯৯৬ সালে কাপ উইনার্স কাও জয় ছাড়া ইউরোপে কখনই শিরোপা জিততে পারেনি প্যারিসিয়ানরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply