Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রোনালদোর রেকর্ড ভাঙবেন লেওয়ানডস্কি?




 

রোনালদোর রেকর্ড ভাঙবেন লেওয়ানডস্কি? এই শতাব্দীর তো বটেই, ফুটবল দুনিয়ার নানা রেকর্ডেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম জড়িয়ে গেছে। নিজেকে তিনি নিয়ে গেছেন সেই উচ্চতায়। তবে একক্ষেত্রে তাকে এবার ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছে এই সময়ের আরেক গোলমেশিন রবার্ট লেওয়ানডস্কির সামনে। চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড রীতিমতো উড়ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। তবে ইউরোপ সেরার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে যেন অপ্রতিরোধ্য লেওয়ানডস্কি। মাত্র ৭ ম্যাচে করেছেন ১৩ গোল। আর তাতেই আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে তার সামনে। চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এক আসরে করেছিলেন ১৭ গোল। লেওয়ানডস্কির সামনে সুযোগ আছে সেটি ভাঙার। করতে হবে আর মাত্র ৪টি গোল। আগামী শুক্রবার (১৪ আগস্ট) কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ম্যাচটিতে জিততে পারলে সেমি, তারপর ফাইনাল। করোনার থাবায় সিঙ্গেল লেগের হয়ে পড়ায় এই টুর্নামেন্টের ফাইনালে গেলেও সবমিলিয়ে আর ৩ ম্যাচ খেলার সুযোগ পাবেন লেওয়ানডস্কি। তবে পোলিশ স্ট্রাইকার যে ফর্মে আছেন তাতে ৩ম্যাচে ৪ গোল করা একেবারেই অসম্ভব নয়। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। রাউন্ড অব সিক্সটিনে দুই পর্ব মিলিয়ে ইংলিশ জায়ান্ট চেলসিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। এই ৭ গোলের সবকটিতেই সরাসরি অবদান আছে লেওয়ানডস্কির। প্রথম পর্বে করেছিলেন ১ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। পরের পর্বে ৪-১ গোলে জয়ের ম্যাচে তিনি করেছেন ২ গোল, করিয়েছেন বাকি ২ গোল। সবমিলিয়ে যে ফর্মে আছেন এই স্ট্রাইকার তাতে টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলতে পারলে রোনালদোকে ছাড়িয়ে হয়তো অনেকদূর চলে যাবেন এই পোলিশ স্ট্রাইকার। যদিও রেকর্ড নিয়ে খুব একটা ভাবনা নেই তার। চেলসিকে হারানোর পর স্কাই জার্মানের মুখোমুখি হয়ে বলেছেন, রোনালদো রেকর্ড নিয়ে ভাবছিনা। আমাদেরকে আরেকটি নকআউট ম্যাচে খেলতে হবে এবং খুবই ভালো একটা দলের বিপক্ষে লড়তে হবে। বার্সেলোনা সবসময়ই ভয়ংকর প্রতিপক্ষ এবং তাদেরকে হারিয়েই আমাদেরকে সেমিতে পৌঁছুতে হবে। সেক্ষেত্রে অন্য কিছু নিয়ে ভাবার সুযোগ নেই। তবে দলের গোলমেশিনের ওপর চোখ বন্ধ করে আস্থা রাখতে পারেন বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, ওকে নিয়ে আর কি বলবো! সব তো সে করে দেখিয়ে দিয়েছে। চলতি মৌসুমে সবমিলিয়ে লেওয়ানডস্কির গোল ৫৩টি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply