Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইতিহাস গড়তে পারবেন এমবাপ্পে?




ইতিহাস গড়তে পারবেন এমবাপ্পে?

মঞ্চ প্রস্তুত। বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখতে উন্মুখ ফুটবল সমর্থকরা। লিসবনের মাঠে স্বপ্নের ফাইনালের জন্য প্রস্তুত জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং ফরাসি জায়ান্ট পিএসজি। শক্তিশালী বায়ার্ন মিউনিখ থেকে হুঙ্কার আসছে। তাতে কি একটুখানি ভীত পিএসজি? তা হয়তো হবার কথা নয়, ফাইনালের লড়াইটা যে শেয়ানে শেয়ানে। চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমে জার্মান জায়ান্টরা মাত্র ১০ ম্যাচে করেছে ৪২টা গোল। বিপরীতে মাত্র ৬টা গোল হজম করেছে। এমন দলের বিপক্ষে মাঠে নামাটা বেশ কঠিনই। কিন্তু বায়ার্ন মিউনিখের এমন পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। নেইমারের সঙ্গে জুটি বেঁধে ইতিহাস গড়ার অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছে পিএসজি। প্রথমবারেই চ্যাম্পিয়ন হলে ক্লাবের ইতিহাসে রচিত হবে নতুন এক অধ্যায়। তাই বড় মঞ্চে নিজের সেরাটা দিতেই মুখিয়ে তিনি। প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাসের রাজত্ব করেন ফরাসি তারকা এমবাপ্পে। ফাইনাল নিয়ে এমবাপ্পে বলেন, 'নেইমারের সঙ্গে জুটিটা ভালো। মাঠের বাইরেও আমাদের সম্পর্কটা দারুণ। তবে এখন আমাদের ফোকাসটা এখন নিজেদের ওপর নয়। দলগত পারফরমেন্স করতে চাই। কারণ, জিততে হলে সবাই মিলেই তা সম্ভব। কোচ থমাস টাচেলের দর্শন বেশ প্রভাব ফেলেছে দলটার ওপর। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারলে এবার হয়তো তিনিই হবেন সেরা কোচ! কিলিয়ান এমবাপ্পে বলেন, 'আমি সবসময়ই বলেছি আমি আমার দেশের ক্লাবের হয়ে কিছু করতে চাই। যে কারণে আমি অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে যাইনি। ২০১৭ সালে আমি যখন ক্লাবে আসি তখন কিছুটা হতাশাগ্রস্ত ছিলাম। কারণ আমাদের কোনো বড় বৈশ্বিক ট্রফি ছিল না। অবশেষে সেই সুযোগ এসেছে আমাদের সামনে।' এদিকে, মাঠে দর্শকের হৈ-হুল্লোড় না থাকলেও মাঠে খেলোয়াড়দের নিবেদনে ঘাটতি পড়ছে না তেমন। এখন বাকি আছে শুধু ফাইনাল। বাকি আছে মাঠের হিসাব-নিকাশ। ফুটবল ভক্তদের জন্য এই ফাইনাল হতে পারে বছরের সেরা উপহার। আর শিরোপা জিতে এমন উপহার দেবার ইতিহাস গড়তে মুখিয়ে আছেন ফরাসি জায়ান্টরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply