Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » থিতিশীল প্রণব মুখোপাধ্যায়, সাড়া দিচ্ছেন চিকিৎসায়, জানালেন ছেলে অভিজিৎ




 

স্থিতিশীল প্রণব মুখোপাধ্যায়, সাড়া দিচ্ছেন চিকিৎসায়, জানালেন ছেলে অভিজিৎ গত চার দিন ধরে তাঁকে নিয়ে উদ্বেগে গোটা দেশ। তবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শুক্রবার টুইট করে সে কথা জানালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে গত কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় রয়েছে দেশবাসী। কিন্তু এ দিন সকলকে আশ্বস্ত করেন অভিজিৎ মুখোপাধ্যায়। দুপুরে টুইটারে তিনি লেখেন, ‘‘৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়কাল আজই শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা (ভাইটাল প্যারামিটার্স) স্থিতিশীল এবং উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাবা সবসময় বলতেন, ‘দেশকে আমি যতটা দিয়েছে, দেশবাসীর কাছ থেকে তার চেয়ে অনেক পেশি পেয়েছি।’ ওঁর জন্য প্রার্থনা করুন।’’ প্রণববাবুর কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, ‘‘চিকিৎসার পরিভাষায় না গিয়ে, গত দু’দিনে আমি যত টুকু বুঝেছি তা হল, বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও পরিস্থিতির অবনতি হয়নি। বরং চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন উনি।’’ শর্মিষ্ঠা আরও লেখেন, ‘‘সকলের সম্মিলিত প্রার্থনা শক্তির উপর আস্থা রয়েছে আমার। এই কঠিন সময়ে যাঁরা আমাদের পাশে রয়েছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে অনুরোধ, প্রার্থনা করে যান। ’’ The 96 hour observation period Ends today. My father's vital parameters continues to remain stable & he is responding to external stimuli & treatment . My father always said " I Got much more from People of India than I could Give back" . Pls Pray for him 🙏 #PranabMukherjee — Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 14, 2020 অভিজিৎ মুখোপাধ্যায়ের টুইট। আরও পড়ুন: গভীর কোমায় চলে গেলেন প্রণব, রয়েছেন ভেন্টিলেশনেই​ Without getting into medical jargons, whatever I could understand from last two days is that though my dads’ condition continues remain very critical, it hasn’t worsened. There’s little improvement in his eyes’ reaction to light. तमसो मा ज्योतिर्गमय🙏 — Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 14, 2020 I strongly believe in collective energy of prayers. Deepest gratitude to all for standing by us in these difficult times. Would request to continue with your prayers. May God bless us all सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद्दुःखभाग्भवेत्🙏 — Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 14, 2020 শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের টুইট। আরও পড়ুন: বিচারপতি, বিচারব্যবস্থা নিয়ে টুইট, আদালত অবমাননায় দোষী সাব্যস্ত প্রশান্ত ভূষণ​ গত রবিবার বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। তার জেরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। তার পর থেকেই ভেন্টিলেটরে রয়েছেন তিনি। গতকাল রাতে পরিস্থিতির আরও অবনতি হয়। গভীর কোমায় চলে যান তিনি। তার মধ্যেই ভুয়ো খবর এবং গুজবের জেরে তিতিবিরক্ত হয়ে ওঠেন প্রণব মুখোপাধ্যায়ের পরিবার ও ঘনিষ্ঠরা। বুধবার বিকেলে এবং বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। বাংলাদেশ থেকেও প্রণববাবুর অনেক পরিচিত জন উদ্বেগ নিয়ে ফোন করতে থাকেন। অভিজিৎ ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, দু’জনেই সেইসব গুজব উড়িয়ে দেন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply