sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লেবানন দুর্ঘটনায় মৃত্যুকে হত্যা বলে বিক্ষোভ
 

লেবানন দুর্ঘটনায় মৃত্যুকে হত্যা বলে বিক্ষোভ বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের এক সপ্তাহ পরও শোকে মুহ্যমান লেবানন। দুর্ঘটনায় মৃত্যুকে হত্যা বলে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। বিস্ফোরণের স্বচ্ছ তদন্তের দাবিতে, পার্লামেন্ট ভবনের বাইরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিকে লেবাননে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সাহয্যের জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক সপ্তাহ আগের এ দুর্ঘটনা বদলে দিয়েছে শত শত মানুষের জীবন। গত মঙ্গলবার লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে তছনছ হয়ে গেছে অনেকগুলো পরিবার। হতাহতদের প্রতি তাই এ সার্বজনীন শ্রদ্ধা। বৈরুতের বিস্ফোরণস্থলে হাজির হন হাজারো মানুষের র‌্যালি। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। অনুষ্ঠানে নিহতদের নাম পড়ে শোনানো হয়। দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করে ক্ষোভ জানান তারা। একজন বলেন, আমি খুবই ক্ষুব্ধ। আমি শোকাহত, আশাহত। আমি এখানে এসেছি যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে। এখানে যারা এসেছেন, সবারই অনুভূতি আমার মতো। আরেকজন বলেন, প্রচণ্ড রাগ এবং হতাশা নিয়ে এখানে এসেছি। আমি মনে করি যারা প্রাণ হারিয়েছেন, তাদের হত্যা করা হয়েছে। স্মরণ অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। সোমবার সকাল থেকেই পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হন বহু প্রতিবাদকারী। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিলে, শুরু হয় সংঘর্ষ। লাঠিপেটার জবাবে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল এবং আতশবাজি ছোড়ে। এ অবস্থায় আবারো সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা মুখপাত্র জেনস লার্কে। বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারীরা লেবাননে তাদের কার্যক্রম চালাচ্ছে। বিস্ফোরণ এলাকায় ৫৫টির মতো মেডিকেল কেন্দ্র চালু আছে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর ব্যাপক সাহায্যের দরকার হবে। এদিকে মঙ্গলবার থেকে আবারো শুরু হয়েছে বৈরুতের সিডন বন্দরের কার্যক্রম।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply