Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেসি বার্সায় থাকুক এটা আমারও চাওয়া: ত্রিনকাও




মেসি বার্সায় থাকুক এটা আমারও চাওয়া: ত্রিনকাও

মেসির বার্সা ছাড়ার গুঞ্জনের মধ্যেই পর্তুগিজ উইংগার ফ্র্যান্সিস্কো ত্রিনকাওয়ের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলো কাতালান ক্লাবটি। পর্তুগিজ ক্লাব ব্রাগা থেকে ৩১ মিলিয়ন ইউরোতে এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। কোনো ফুটবলারের অনুসরণ নয়, নিজের মতো করে ন্যু ক্যাম্পে ইতিহাস রচনা করতে চান এই পর্তুগিজ। আর লিওনেল মেসি বার্সাতেই থাকুন, প্রত্যাশা এই নতুন সতীর্থের। 'তোমার হলো শুরু, আমার হলো সারা'। বাঙালি হলে লিওনেল মেসি কবিগুরুর এই লাইন দু'টোই বলতেন ফ্র্যান্সিস্কো ত্রিনকাওকে। বার্সায় থাকা, না থাকা নিয়েই যখন দোলাচলে ক্লাবের প্রাণভ্রমরা; সেই সময়টায় নতুন এই সদস্যের আগমন। ২০১৮'র ডিসেম্বরে পর্তুগিজ ক্লাব ব্রাগাতে অভিষেক। নেমেছেন ২৯ ম্যাচে। জাল ছুঁয়েছেন ৩ বার। সংখ্যাটা স্বস্তিদায়ক না হলেও প্রতিভায় ঠাসা এই উইঙ্গার। বিশ্বের সেরা ক্লাবটিতে আসতে পেরে দারুণ খুশি ত্রিনকাও। ত্রিনকাও বলেন, আমি খুবই খুশি, কারণ আমি বিশ্বের সেরা ক্লাবটির অংশ হয়েছি। ক্লাবের হয়ে খেলে, গোল করে, অন্যদের অ্যাসিস্ট করে দলকে জেতানোর চেষ্টা থাকবে সবসময়। আর আশা করি নতুন শহরে দ্রুতই মানিয়ে নিতে পারবো। আমার খেলা সমর্থকরা উপভোগ করলেই আমি সার্থ্ক। ২০ বছরের তরতাজা এই পর্তুগিজ উইঙ্গারের চুক্তিসাক্ষরটা হলো একরকম নিভৃতেই। শুরুটা বিবর্ণ হলেও ন্যু ক্যাম্পে নিজ যোগ্যতায় পুরো সময়টা রাঙাতে চান। কারও অনুসরণ নয়, গড়তে চান নিজস্ব ইতিহাস। আর মেসি বার্সা ছাড়বেন না, এমনটাই প্রত্যাশা তার। ত্রিনকাও আরও বলেন, লিওনেল মেসি বার্সেলোনায় থাকুক এটা আমারও চাওয়া। তবে আমি এ ব্যাপারে কথা বলার কেউ নই। আর বার্সায় অনেক কিংবদন্তীই খেলেছেন। তাদের কাজটা তারা অনন্যভাবে করেছেন। তাদের প্রতি পুরো শ্রদ্ধা রেখেই বলছি, আমি নিজের মতো করেই এগিয়ে যেতে চাই। আমি নিজের একটা ইতিহাস গড়তেই এখানে এসেছি। ৩১ মিলিয়ন ইউরোতে পর্তুগিজ এই স্ট্রাইকারের সঙ্গে ৫ বছরের জন্য চুক্তি করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply