Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » নওগাঁর মান্দা নৌকাবাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু





নৌকাবাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু নওগাঁর মান্দা উপজেলায় নৌকাবাইচ দেখতে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চককসবা বিলে নৌকাডুবির এ ঘটনা ঘটে। মৃতরা হলেন মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের আব্দুল মজিদ (৬৫) ও রইছ উদ্দিন (৫৫)। তারা আপন দুই ভাই। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুর রহমান সরকার জানান, আজ দুপুরে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য একটি ডিঙি নৌকায় আব্দুল মজিদ, আব্দুর রশিদ, রইছ উদ্দিন, আব্দুল মান্নান, ভুদু মিয়া ও অন্তর রাজশাহীর তানোর উপজেলায় যাচ্ছিলেন। তারা চককসবা বিলে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন আব্দুর রশিদ, আব্দুল মান্নান, ভুদু মিয়া ও অন্তরকে উদ্ধার করলেও আব্দুল মজিদ ও রইছ উদ্দিন পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে মান্দা ও রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই স্থানীয়রা আব্দুল মজিদের লাশ উদ্ধার করে। বিকেল ৬টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিসের কর্মীরা রইছ উদ্দীনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাৎক্ষণিক গভীর শোক প্রকাশ করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply