Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মাঠে নামার তাড়না অনুভব করি: অ্যারন ফিঞ্চ




 

মাঠে নামার তাড়না অনুভব করি: অ্যারন ফিঞ্চ এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলেও সার্বিক পরিকল্পনা বিঘ্নিত হবে না। এমনটাই আশা অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের। লকডাউনে পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন। যা তার ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে সহায়ক হবে বলে মনে করেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার আশা ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের। করোনা মহামারি সত্ত্বেও কয়েকটি দেশের বোর্ড প্রতিযোগিতামূলক খেলা কিংবা অনুশীলন শুরু করলেও, ক্রিকেট অস্ট্রেলিয়া তাড়াহুড়ো করেনি। তবে, লকডাউনে অজি ক্রিকেটারদের নিয়মিত দেখা মিলেছে বিভিন্ন অনলাইন সাক্ষাৎকার কিংবা লাইভ শো'তে। নিজেদের ক্যারিয়ারের পাশাপাশি গতিপথ বদলানো ক্রিকেটের নানা দিক নিয়ে মতামত তুলে ধরেছেন ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা। সতীর্থদের পথ অনুসরণ করেছেন অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক অ্যারন ফিঞ্চও। পেশাদার ক্রিকেটাররা এতো লম্বা সময়ের বিশ্রামে অভ্যস্ত নন। এই বিরতি নিয়ে তাই অনুভতি মিশ্র অ্যারন ফিঞ্চের। অজি অধিনায়ক বলেন, লকডাউনের প্রথম এক মাস ক্রিকেটকে অতোটা মিস করিনি। হঠাৎ মনে হতে থাকে, আমি কি আগের মতো সেই উদ্যম পাচ্ছিনা! এটাই কি আমার শেষ? কিন্তু, এর পর থেকেই মাঠে নামার তাড়না অনুভব করতে থাকি। ফিঞ্চের সে ক্রিকেট তৃষ্ণা মিটতে যাচ্ছে আসন্ন ইংল্যান্ড সফরে। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতে জাতীয় দল নিয়ে পরিকল্পনা বিঘ্নিত হলেও আপাতত সেসব মাথায় নিতে চাননা ফিঞ্চ। খেলে যেতে চান আরও কয়েকটা বছর। ফিঞ্চ বলেন, আমরা এমন একটা স্কোয়াড প্রস্তুত করেছিলাম, যেটা অস্ট্রেলিয়া কিংবা ভারত দুই ধরনের কন্ডিশনের জন্যই মানানসই হতো। এখন আসরটা এক বছর পিছিয়ে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আমাদের পরিকল্পনায় কোনো সমস্যাই হয়নি। আরেকটা বিষয়ে বলতে চাই- করোনার এই সময়ে আমি আমার অবসরের বিষয়টিও চূড়ান্ত করেছি। ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাই। ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছিলেন অজি ক্যাপ্টেন। প্রত্যাবর্তনে ছাড়িয়ে যেতে চান আগের ফর্মটাকেও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply