Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » সাতক্ষীরায় মৎস্যজীবীকে হত্যার ঘটনায় গ্রামবাসীর বিক্ষোভ




 

সাতক্ষীরায় মৎস্যজীবীকে হত্যার ঘটনায় গ্রামবাসীর বিক্ষোভ সাতক্ষীরার তালার জেয়ালানলতা গ্রামের মৎস্যজীবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার সরদার মশিয়ার রহমান ও তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা শহরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গ্রামবাসী। বুধবার (১৯ আগস্ট) বেলা একটায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন গ্রামবাসীরা। সরদার মশিয়ার ও তার সন্ত্রাসী বাহিনীর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে গোটা এলাকা। সেখান থেকে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াতের কাছে ময়না তদন্তের সঠিক রিপোর্টের দাবিতে গ্রামবাসীর পক্ষে স্মারকলিপি তুলে আবু হায়াত নিকারী। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রুহুল আমিন নিকারী, আবু হায়াত নিকারী, সালেহা বেগমসহ আরও অনেকে। তারা বলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার ও সন্ত্রাসী বাহিনীর হাতে লুৎফর নিকারী প্রাণ হারিয়েছে। আমরা এই সন্ত্রাসী বাহিনীর বিচার চাই। খুলনা রোড মোড় থেকে বিক্ষোভ নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে খুনিদের শাস্তির দাবি জানানো হয়। এরপর জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের মাধ্যমে খুনি বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন গ্রামবাসীর পক্ষে রুহুল আমিন নিকারী। তারা দোষীদের ফাঁসির দাবি জানান। এদিকে, নিহত লুৎফর নিকারীর জানাজা শেষে তালা উপজেলার জেয়ালানলতা গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply