sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » জাসিন্ডাকে ক্ষেপালেন ট্রাম্প
 

জাসিন্ডাকে ক্ষেপালেন ট্রাম্প নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। মঙ্গলবার (১৮ আগস্ট) মিনেসোটায় এক সমাবেশে ট্রাম্প দাবি করেন, নিউজিল্যান্ডে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই জাসিন্ডা বলেন, ট্রাম্প ভুলভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। ট্রাম্প বলেন ‘নিউ জিল্যান্ডে কী হচ্ছে দেখতেই তো পাচ্ছেন? তারা এটাকে পরাজিত করলো,গণমাধ্যমের শিরোনাম করে তারা আমাকে কিছু একটা দেখাতে চাইছিল। এখন তো দেখতেই পাচ্ছেন নিউজিল্যান্ডের বর্তমানে করোনা ভয়াবহ রুপ নিচ্ছে’। এরপরই নিউজ্যালন্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি নিয়ে কোনও তুলনাই চলে না। বলেন ‘আমার মনে হয়, কেউ যদি কোভিড এবং বিশ্বজুড়ে এর বিস্তার খেয়াল করে দেখেন, তাহলে তিনি সহজেই বুঝতে পারবেন নিউজিল্যান্ডে দিনে নয় জন আক্রান্তের সঙ্গে যুক্তরাষ্ট্রে হাজার হাজার আক্রান্ত হচ্ছে। প্রধানমন্ত্রী জাসিন্ডা তার দেশে করোনা মোকাবিলায় প্রাথমিকভাবে বেশ সাফল্য কুড়ালেও সম্প্রতি নিউ জিল্যান্ডে বেশ কয়েক জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২২ জন। এই মহামারিতে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply