sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সমালোচনা শুনলে সমালোচকদের ঘরেও বিদ্যুৎ যেত না’--তৌফিক ই ইলাহী চৌধুরী
 

‘সমালোচনা শুনলে সমালোচকদের ঘরেও বিদ্যুৎ যেত না’ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে চলতি বছরেই শতভাগ বিদ্যুতায়িত করতে চলেছে সরকার। সমালোচনা শুনলে সমালোচকদের ঘরেও বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হতো না যোগ করেন তিনি। রোববার (১৬ আগস্ট) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে এ কথা বলেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। তিনি বলেন, অনেক আলোচনা আসে, বিকল্পভাবেও তো করা যেত। বিকল্পভাবে করতে গেলে আরও ২০ থেকে ৩০ বছর অপেক্ষা করতে হতো এবং যারা আলোচনা করেন তাদের বাড়িতে বিদ্যুৎ যেত না। বিশ্ববাজারে জ্বালানির দাম এক তৃতীয়াংশ কমায় বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও বলেন, যখন এলএনজি আমদানি কথা উঠলো, তখন কথা উঠল এটা এত ব্যয়বহুল জ্বালানি। যদিও বিকল্প কোন উত্তর ছিল না। কিন্তু সে ব্যয়বহুল জ্বালানি এখন এক তৃতীয়াংশ দাম কমে গেছে। সুতরাং আমাদের ভাগ্যও সুপ্রসন্ন হয়েছে। কিন্তু পৃথিবীর রাজনৈতিক পরিমণ্ডল সবসময় এক জায়গায় থাকে না। আমাদের প্রধানমন্ত্রী যেটা করেছেন, সাহস নিয়ে পদক্ষেপ নিয়েছেন। কারণ আপনি যদি শুধু সমকালীন সমস্যা নিয়ে পড়ে থাকেন তাহলে সমাধান আর হবে না। জাতির পিতার অবদান গণ-মানুষের মাঝে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের কর্মসূচি গ্রহণেরও আহ্বান জানান এ উপদেষ্টা। একই অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ১৫ আগস্টে নারকীয় হত্যাকাণ্ডের স্মৃতি তুলে ধরেন। উল্লেখ করেন পৃথিবীতে এমন দেশ নেই, যে দেশে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে সে দেশের কিছু মানুষ। ভার্চুয়াল এ সভায় যোগ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদুজ্জামান সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply