sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » নোয়াখালীতে করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুলে-ফুলে বরণ
 

নোয়াখালীতে করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুলে-ফুলে বরণ নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে করোনাজয়ী পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে নোয়াখালী জেলা পুলিশ। সোমবার জেলা পুলিশের আয়োজনে নোয়াখালী পুলিশ লাইনে শহীদ কনেস্টবল ময়নুল হক হলে অনুষ্ঠিত করোনাজয়ী ৩৩ জন পুলিশ সদস্যের হাতে ফুল তুলে দেন জেলা পুলিশ সুপার মো.আলমগীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) সাজ্জাত হোসেন। পুলিশ সুপার মো.আলমগীর হোসেন জানান, আজ নোয়াখালীর জেলার বিভিন্ন ইউনিটের কর্মরত ৩৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৩ সপ্তাহ হোম আইসোলেশনে থেকে করোনাভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেন। কাজে যোগদান উপলক্ষে উৎসাহ দিতে ভিন্নধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাকী সদস্যরা বিভিন্ন পর্যায়ে এখনও হোম আইসোলেশানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, নোয়াখালীতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নিয়মিত ডিউটি করতে এ যাবৎ করোনাভাইরাসে জেলার ২২৫ জন আক্রান্ত হন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৪ জন। আশা করি বাকি পুলিশ সদস্যরাও সুস্থ হয়ে দ্রুত কাজে যোগ দিতে পারবে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply