Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রফিক হারিরি হত্যাকাণ্ডে হিজবুল্লাহ’র এক সদস্য দোষী সাব্যস্ত




 

রফিক হারিরি হত্যাকাণ্ডে হিজবুল্লাহ’র এক সদস্য দোষী সাব্যস্ত’ ‘’ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরি হত্যাকাণ্ডে ইরান সমর্থিত দেশটির শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য ‘সেলিম জামিল আয়াস’ দোষী সাব্যস্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতিসংঘ সমর্থিত নেদারল্যান্ডন্সের দ্য হেগের আদালতে বিচারক হিজবুলাহর ঐ সদস্যকে দোষী সাব্যস্ত করে, এ রায় ঘোষণা করেন। তবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্য তিন সদস্যকে এ ঘটনা থেকে খালাস দিয়েছেন বিচারক। এ ঘটনায় প্রতিবেশী সিরিয়া সরকারের কোন ধরনের সম্পৃক্তার প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে। আদালতের রায়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ওই বিচারের ২ হাজারেরও বেশি পৃষ্ঠার রায় পড়ে শোনানোর সময় বিচারক ডেভিড রে বলেন, সিরিয়া ও হিজবুল্লাহ হয়তো হারিরি ও তার রাজনৈতিক মিত্রদের নির্মূল করার উদ্দেশ্য ছিল। ২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারি বৈরুতেই আত্মঘাতী ট্রাকবোমা হামলা চালিয়ে হারিরিকে হত্যা করা হয়। নৃশংস হামলায় রফিক হারিরিসহ কমপক্ষে ২৩ জন মারা যান। নিহতদের মধ্যে ছিলেন তার দেহরক্ষী, ঘনিষ্ঠ এক বন্ধু ও সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী বাসেল ফ্লোইহান। এর আগে, হারিরি ও আরও ২১ জনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে হিজবুল্লার চার সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যদিও এমন নৃশংস হামলায় নিজেদের জড়িত থাকার বিষয়টি সব সময় অস্বীকার করে আসছিল হিজবুল্লাহ। তাদের দাবি, ঐ ঘটনায় ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মদদেই হয়েছে। হারিরি হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় লেবাননে মেরুকরণ ঘটে এবং গণবিক্ষোভ দেখা দিয়েছিল। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে লেবাননে মোতায়েনকৃত সেনা প্রত্যাহার করে নেয় সিরিয়া। এরপরই এ ঘটনাটি নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতে বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হয়। নুরেমবার্গ বিচারের পর হেগ আদালতে লেবাননের হারিরি হত্যার বিচারটি প্রথম আন্তর্জাতিক বিচারপক্রিয়া এবং সন্ত্রাসের অভিযোগও এটিই প্রথম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply