Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাজধানীতে ‘নব্য জেএমবির শীর্ষস্থানীয় নেতা’ গ্রেপ্তার




আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসপন্থী নব্য জেএমবির শীর্ষস্থানীয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার ব্যক্তির নাম শিব্বির আহমাদ (২২)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক স্টেট (আইএস) অনুপ্রাণিত সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষাসহ অর্থ সংগ্রহ করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছিলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পূর্ব বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসি ইউনিট। আজ শুক্রবার দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিনার (ডিসি) ওয়ালিদ হোসেন। ওয়ালিদ হোসেন বলেন, ‘পুলিশের সিটিটিসি ইউনিট তাঁকে গ্রেপ্তার করেছে। তিনি নব্য জেএমবির শীর্ষস্থানীয় নেতা।’ ওয়ালিদ হোসেন বলেন, ‘গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে মুঠোফোন, জিহাদি বই ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ব্যাপার স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।’ ওয়ালিদ হোসেন বলেন, ‘তাঁর (শিব্বির আহমাদ) বিষয়ে আরো বিস্তারিত জ্ঞিাসাবাদ চলছে। জানা গেছে, শিব্বির নব্য জেএমবি প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত। শিব্বির শুরুতে সংগঠনের মিডিয়া উইংয়ে দায়িত্ব পালন করতেন। পরে আরো বিস্তারিত বলা হবে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply