Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » করোনায় যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩২ শতাংশ




করোনায় যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩২ শতাংশ

কোভিড নাইনটিন মহামারি সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে ফেলেছে শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে। বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩১ দশমিক ৭ শতাংশ। এসময়ে বিশ্ব অর্থনীতির জিডিপি প্রবৃদ্ধি কমেছে ৩২ দশমিক ৯ শতাংশ। জিডিপি'তে এ ধ্স ১৯৪৭ কিংবা ১৯৫৮ সালের পর সর্বোচ্চ। সেসময় দেশটির প্রবৃদ্ধি কমেছিলো ১০ শতাংশ। ব্যবসায়িক কার্যক্রম অনেকেদিন ধরেই প্রায় প্যারালাইজড থাকায় লাখ লাখ মানুষ এখনো বেকার। বৃহস্পতিবারও (২৭ আগস্ট) নতুন করে ১০ লাখ মানুষ বেকারভাতার জন্য আবেদন করেছে। দেশটির শ্রম অধিদপ্তর জানায়, এই নিয়ে ২৩ সপ্তাহে ২২ বারের মতো বেকার সংখ্যা এক সপ্তাহেই ১০ লাখের ওপরে উঠলো। মহামারি শুরুর পর মার্চ থেকে প্রতি সপ্তাহে বেকার হচ্ছেন লাখ লাখ মানুষ। এদিকে, মহামারিতে ডলারের মূল্য কমছে। বাড়ছে ডলারের বিপরীতে ইউরোর মূল্য। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ২ কোটি ৭০ লাখ মার্কিনি বেকারভাতার আবেদন করেছে। বেকারদের সহযোগিতা করতে বিভিন্ন অঙ্গরাজ্য সপ্তাহে ৬শ' ডলার করে বেকারভাতা দিচ্ছে। তবে ট্রাম্প প্রসাশন এবং রিপাবলিকান নীতিনির্ধারকরা বলছেন, ৬শ' ডলার বেকারভাতা একটু বেশি হয়ে যায় মার্কিনিদের জন্য। কারণ এতো অর্থ অনেকে চাকরি করার সময়ও পাননি। এ অর্থ প্রতি সপ্তাহে পেলে চাকরি খোঁজার আগ্রহ হারিয়ে ফেলবেন তারা। দেশটি পুরো লকডাউনে থাকাকালীন জিডিপি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত কর্পোরেট খাতে মুনাফা কমেছে ২২ হাজার ৭শ' কোটি ডলার। তবে এ ক্ষতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় কম। জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসে শক্তিশালী লকডাউন কার্যকর থাকলেও দ্বিতীয় প্রান্তিকে তা কিছুটা শিথিল করা হয়। আটলান্টার কেন্দ্রীয় ব্যাংক বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ২৫ শতাংশ। এটা আশার খবর হলেও লাখ লাখ মানুষ বেকার থাকলে দেশ প্রবৃদ্ধির ধারায় কিভাবে ফিরবে সেই প্রশ্নটাই বড় হয়ে সামনে আসছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply