Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » নেশন্স লিগে ২৪ সদস্যের দল ঘোষণা করল স্পেন




নেশন্স লিগে ২৪ সদস্যের দল ঘোষণা করল স্পেন

নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন জাতীয় দল। জার্মানি ও ইউক্রেনের বিপক্ষে সেপ্টেম্বরে মাঠে নামবে লা ফিউরিয়া রোজারা। দলে ডাক পেয়েছেন ৫ নতুন মুখ। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল সাজিয়েছেন কোচ লুই এনরিকে। করোনার ক্রান্তিকাল কাটিয়ে ক্লাব ফুটবলের পর এবার ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলও। তারই ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর স্টুটগার্টে নেশন্স লিগের ম্যাচে জামার্নির মুখোমুখি হবে স্পেন। তার তিনদিন পর মাদ্রিদে ইউক্রেনকে আতিথ্য দেবে লা ফিউরিয়া রোজারা। আর সেজন্যই দল গুছিয়েছে কোচ লুই এনরিকে। স্পেনের কোচ লুই এনরিকে বলেন, সবাই কেমন আছেন? আশা করি নিরাপদে সুস্থ আছেন। কয়েক মাস ধরে আমরা অনেক কঠিন সময় পার করছি। কিন্তু এরমধ্যেই আমাদের চলতে হবে। যদি আপনারা জানতে চান জার্মানি আর ইউক্রেনের বিপক্ষে ম্যাচের জন্য কারা থাকছে স্পেন দলে তাহলে আমার সঙ্গে চলুন লকার রুমে। নতুনভাবে স্পেন স্কোয়াডটাকে ঢেলে সাজানোর প্রয়াসে এনরিকে দলে রেখেছে নতুন ৫ মুখ। বার্সার তরুণ তুর্কি আনসু ফাতি প্রথমবারের মত সুযোগ পেয়েছেন স্পেনের জাতীয় দলে। তার সঙ্গে দলের আরো চার নতুন মুখ হলো ফেরান তোরেস, অ্যাডাম ত্রাওরে, এরিক গার্সিয়া ও অস্কার রদ্রিগেজ। এছাড়া, অভিজ্ঞদের তালিকায় ডি হিয়া, নাভাস, কারভাহাল, রামোস, আলকান্তারা, বুসকেটস ও অ্যাসেনসিওদের মত তারকারাও আছেন। তিনি আরও বলেন, ''আমি আপাতত মাস্ক খুলে ফেলছি নামগুলো বলার জন্য। কিন্তু সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলবো আমরা ঠিক আছে? শুরু করা যাক তাহলে--প্রথমেই শুরু করছি গোলরক্ষক ডেভিড ডি হিয়াকে দিয়ে। তার সঙ্গে আছে কেপা আরিজাবালাগা ও উনাই সিমন। এভাবে একে একে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার আর ফরোয়ার্ডদের নামের তালিকা দেন এনরিকে। তবে, দল ভালোভাবে প্রস্তুত হলে কি হবে? করোনার প্রভাবে যে, ম্যাচে আর আগের মত উত্তেজনা পাবে না খেলোয়াড়রা। কারণ তাদের বড় শক্তি, উৎসাহের যোগান সেই সমর্থকদেরই যে পাশে পাচ্ছেনা স্পেন। তিনি বলেন, এইতো এই ২৪ জন খেলোয়াড়ই ডাক পেয়েছে নেশন্স লিগে আমাদের পরবর্তী দুই ম্যাচের জন্য। ম্যাচ দুইটা আমাদের জন্য অনেক জরুরি। আমরা এতদিন খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করেছি। এখন মাঠের খেলায় কেমন করে সেটাই দেখার পালা। তবে, যারা আমাদের সবচেয়ে বড় শক্তি সেই সমর্থকদের আমরা পাচ্ছি না কোন ম্যাচে। ধীরে ধীরে এটাও আমরা কাটিয়ে উঠবো আশা করি। ২০১৯ এর নভেম্বরে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে রোমানিয়ার বিপক্ষে শেষ মাঠে নেমেছিলো স্পেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply