Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » একইরাতে বিদায় রিয়াল ও জুভেন্টাসের




  একইরাতে বিদায় রিয়াল ও জুভেন্টাসের


তুরিনে জোড়া গোল করে জুভেন্টাসকে জিতিয়েও যখন সেরা আটের টিকিট এনে দিতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো, একই সময়ে ইতিহাদে ম্যানসিটির কাছে আরেকবার হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে সিআর সেভেনের সাবেক দল ইউরোপ রাজা রিয়াল মাদ্রিদও।


শুক্রবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে পেপ গার্দিওলার শিষ্যদের কাছে ২-১ গোলে হেরে গেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে একই ব্যবধানে জিতেছিল ম্যানসিটি। দুই লেগ মিলিয়ে ৪-২ ফল।


আরেক ম্যাচে জুভেন্টাস ঘরের মাঠে ২-১ গোলে জিতেও শেষ আটে যেতে পারেনি। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টারে গেছে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওঁ। প্রথম লেগে নিজ মাঠে ১-০তে জিতেছিল যারা। দুই লেগ মিলিয়ে ২-২ ফল।


আসছে শনিবার পর্তুগালের লিসবনে সেমিফাইনালের টিকিট কাটতে কোয়ার্টারে মুখোমুখি লড়বে ইংলিশ জায়ান্ট ম্যানসিটি ও অলিম্পিক লিওঁ।


চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের হিসাবে চোখ। অথচ ম্যানচেস্টার সিটির মাঠে নেমে নবম মিনিটেই গোল হজম করে বসে রিয়াল। জেসাসের বাড়ানো বলে গোল আনেন রাহিম স্টার্লিং।




ম্যাচের ২৮ মিনিটে অবশ্য স্বস্তি এনেছিলেন দারুণ ফর্মে থাকা করিম বেনজেমা। হেডে সমতা ফেরান ফরাসি তারকা। ১-১ নিয়ে আসে বিরতি।


মধ্যবিরতির পর ফিরেও দারুণ খেলতে থাকা সিটিজেনরা ৬৮ মিনিটে আবারও লিড নেয়। এবার গোলদাতা গ্যাব্রিয়েল জেসাস। যা ইউরোপ সেরার মঞ্চে নকআউট থেকেই বিদায় নিশ্চিত করে দেয় প্রতিযোগিতার সর্বোচ্চ জয়ী রিয়ালকে।


রাতের আরেক ম্যাচে, ১২ মিনিটে লিড নেয় লিওঁ। পেনাল্টিতে গোল করেন মেমফিস ডিপাই।


বিরতির দুমিনিট আগে সেটি শোধ করে দেন রোনালদো। স্পটকিকে আনেন সমতা। দ্বিতীয়ার্ধে ফিরে রোনালদো ম্যাচের ৬০ মিনিটে আরেকবার জালে বল জড়ান। তাতে জয় তো মেলে জুভদের, কিন্তু সেরা আটে যাওয়া নিশ্চিত হয়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply