Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » উয়েফা নেশন্স লিগে মাঠে নামবে ইতালি-নেদারল্যান্ড-পোলান্ড




উয়েফা নেশন্স লিগে মাঠে নামবে ইতালি-নেদারল্যান্ড-পোলান্ড

উয়েফা নেশন্স লিগে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে ইতালি ও নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে ইতালির প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা। স্তাদে আরতেমো ফ্রাঞ্চিতে ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়। আরেক ম্যাচে একই সময় আমস্টারডাম অ্যারেনায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে পোল্যান্ড। উয়েফা নেশন্স লিগ। নেদারল্যান্ডসের কাছে বড় প্রিয় একটি আসর। গেল বছর প্রথম মৌসুমে বাজিমাত করেছিলো অরেঞ্জ। দাপটের সাথে ফাইনালের মঞ্চে জায়গা করে নিলেও, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে স্বপ্ন ভাঙ্গে ভ্যান ডিকদের। নতুন করে আবার নতুন স্বপ্নের বীজ বুনতে প্রস্তুত ডোয়াইট লজেসের দল। পোল্যান্ডের বিপক্ষে অনুশীলনে ঘুরেফিরে বারবারই স্মৃতি-কাতর হয়ে উঠছিলেন ভ্যান ডিকরা। রোনাল্ড কোম্যান দায়িত্ব নেয়ার পর ভাঙ্গাচোরা একটি দলকে দারুণভাবে গুছিয়ে নেন। কিন্তু নেদারল্যান্ডসের দায়িত্ব ছেড়ে স্বপ্ন পূরণে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন কোম্যান। কষ্ট পেলে ও তা মেনে নিয়েছেন ফুটবলাররা। তাদের হারানো আত্মবিশ্বাস ফেরাতে শতভাগ চেষ্টা করে যাচ্ছেন ভারপ্রাপ্ত কোচ ডোয়াইট লজেস। নেদারল্যান্ডের ভারপ্রাপ্ত কোচ ডোয়াইট লজেস বলেন, পোল্যান্ড ভাল দল। ওদের হারানো কঠিন হলেও আমাদের তা করে দেখাতে হবে। কোম্যান দলটাকে একটা ভাল জায়গায় পৌঁছে দিয়ে গেছেন। সে চলে যাওয়ায় ফুটবলাররা কষ্ট পেয়েছে। তবে, আমি মনে করি দ্রুতই ওরা তা কাটিয়ে উঠতে পারবে। নেশন্স লিগের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে চাই আমরা" বিশ্রামে থাকায় এ ম্যাচে পোল্যান্ড দলের সঙ্গে রবার্ট লেবানডেবস্কি। এটা দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন নেদারল্যান্ডস কোচ। ইনজুরি থেকে সেরে উঠেছেন অধিনায়ক ভ্যান ডিক, মেমফিস ডিপে ও মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং। তাই পোল্যান্ডকে হারিয়ে আসর শুরু করতে চায় নেদারল্যান্ডস। এ গ্রুপের আরেক ম্যাচে, বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে লড়বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। নেশন্স কাপের প্রথম আসরটা ভাল কাটেনি আজ্জুরিদের। চার ম্যাচে জয় এসেছিলো মাত্র একটিতে। তাইএবার গেল আসরের ভুল শুধরে নিতে চায় রবার্তো মানচিনির দল। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না ফেডরিকো, লরেঞ্জো, জানিওলো ও সানদ্রো তোনালি। তাই বসনিয়ার বিপক্ষে একাদশ সাজাতে কিছুটা হিমশিম খেতে হতে পারে মানচিনিকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply