Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এমবাপ্পের নিষেধাজ্ঞা, ফ্রেঞ্চ লিগে মুখোমুখি পিএসজি-লেনস




এমবাপ্পের নিষেধাজ্ঞা, ফ্রেঞ্চ লিগে মুখোমুখি পিএসজি-লেনস নতুন মৌসুমে ইউরোপের প্রথম লিগ হিসেবে মাঠে ফিরছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই এবং লেনস। করোনার থাবায় অনেকটা বিপাকে পার্সিয়ানরা। সাতজন তারকা ফুটবলার হয়েছেন করোনা পজিটিভ। করোনার নিয়ম ভঙ্গ করায় মাঠে থাকতে পারবেন না কিলিয়ান এমবাপ্পে। দু'দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায়। করোনাভাইরাস থামিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। অদৃশ্য ভাইরাসের সাথে যুদ্ধ করে আবারো স্বাভাবিক হচ্ছে বিশ্ব। আগেই ফুটবল ফিরেছে মাঠে। করোনার ভয়াবহতার মাঝে শেষ হয়েছে গেলো মৌসুম। নতুন মৌসুমে মাঠে নামতে মুখিয়ে ক্লাবগুলো। সবার আগে লিগ শুরু করতে যাচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই আর লেনসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে লিগ ওয়ান। করোনার ভয়াবহতা এখনো শেষ হয়নি। লিগ শুরুর আগে ফুটবলারদের করোনা টেস্ট করিয়ে বিপাকে পিএসজি। ৭ ফুটবলারের রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে রয়েছে দলের অন্যতম ভরসা কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়া, নেইমার, কাইলর নাভাস ও লিওনার্দো প্যারেডস। যদিও বিষয়গুলো আনুষ্ঠানিক ভাবে জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম বলছে সাত ফুটবলারকে প্রথম ম্যাচে পাবেন না থমাচ টাচেল। এরই মধ্যে মাঠে গড়াচ্ছে লিগ। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য নিশ্চয়ই দুশ্চিন্তার ব্যাপার দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের না থাকা। তবে ম্যাচটা প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া লেনসের বিপক্ষে। তাই হয়তো কিছুটা নির্ভার থাকতে পারেন থমাচ টাচেল। নিয়মিত তারকাদের ছাড়া দলের কম্বিনেশন সাজাতে হবে কোচকে। সেক্ষেত্রে অনেক তরুণরা সুযোগ পাচ্ছেন দলে। গোলকিপার কেইলর নাভাস না থাকায় এ ম্যাচে দেখা যাবে রিকোকে। আক্রমণভাগে বার্নেট, ড্রেক্সলার, সারাবিয়া, মোটিনের উপর ভরসা রাখতে পারেন টাচেল। কেহরার, কিমপেম্বি, হেরেরা, ড্রগবারা সামাল দিবেন রক্ষণভাগ। ম্যাচটা যেমন পিএসজির জন্য চ্যালেঞ্জের একই সাথে বড় সুযোগ তরুণদের জন্য। যারা ভাল করবেন তারা হয়তো নিয়মিত হয়ে যাবেন দলে। অন্যদিকে লেনসে নেই কোন ইনজুরি সমস্যা। করোনার প্রভাবও নেই প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া দলটির। দেখার পালা ফরাসি চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারে কিনা। নাকি করোনায় বিপর্যস্ত দলটা মাঠে অঘটনের স্বীকার হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply