Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচন হবে ১৪ সেপ্টেম্বর




শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচন হবে ১৪ সেপ্টেম্বর

অসুস্থতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শিনজো অ্যাবে। তাঁর উত্তরসূরি নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আগামী ১৪ সেপ্টেম্বর ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে। খবর এএফপি এলডিপি পার্টির পদধারীদের মধ্যে সীমিত পরিসরে হবে এই ভোটাভুটি। প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী যারা হবেন তাদেরকে ৮ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত প্রার্থীদের মধ্য থেকে ক্ষমতাসীন এলডিপি’র পার্লামেন্টারি সদস্যদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবেন। তারপর তা সংসদে তোলা হবে নির্বাচিত প্রার্থীর প্রতি সমর্থন আদায়ের জন্য। স্থানীয় সংবাদমাধ্যমের খবরগুলোতে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর জন্য প্রার্থী দিতে পারে বিরোধী দলগুলোও। তবে সেটা কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হতে পারে। কারণ, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলের নির্বাচিত নেতাই হবেন প্রধানমন্ত্রী। অ্যাবের উত্তরসূরী হিসেবে যে নির্বাচিত হবেন তার মেয়াদ হবে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত। কেননা, আবের মেয়াদ ছিল ওই সময় পর্যন্ত। এরপর দেশটিতে আবার নতুন জাতীয় নির্বাচন হবে। উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান শিনজো আবে। শারীরিক অসুস্থতা নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করে যেতে পারবেন না বলে জানান তিনি। সেই ঘোষণায় অ্যাবে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াব। আমার মনে হচ্ছে, জনগণ বিশ্বাস করে আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আত্মবিশ্বাসের সঙ্গে আমি পালন করে যেতে পারব না।’ তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত আবের মন্ত্রিসভা সরকার পরিচালনা করবে। কিন্তু তারা কোনো নীতিনির্ধারণ করতে পারবেন না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply