Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কোম্যানবিহীন নেদারল্যান্ডস কেমন করবে নেশন্স লিগে?




কোম্যানবিহীন নেদারল্যান্ডস কেমন করবে নেশন্স লিগে?

উয়েফা নেশন্স লিগে গেল আসরের ধারাবাহিকতা ধরে রাখতে চায় নেদারল্যান্ডস। পোল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ভারজিল ভ্যান ডিকরা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও, লক্ষ্যে অবিচল নেদারল্যান্ডস। কোম্যানকে মিস করলেও তার শেখানো পথেই হাঁটতে চান ফুটবলাররা। এদিকে, জার্মানি ও ইউক্রেনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে স্পেনেরও। দুই ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চান প্রথমবারের মত সুযোগ পাওয়া আনসু ফাতি। বিপর্যস্ত বার্সেলোনাকে গুছিয়ে নিতে স্পেনে ব্যস্ত সময় পার করছেন রোনাল্ড কোম্যান। কিন্তু নিজ দেশে তার স্মৃতি আঁকড়ে পড়ে আছে নেদারল্যান্ডস। গেল বছর উয়েফা নেশন্স লিগের প্রথম আসরে ভ্যান ডিকদের কাণ্ডারি ছিলেন কোম্যান। দলকে নিয়ে যান ফাইনালের মঞ্চে। শিরোপার মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে স্বপ্ন ভাঙ্গলেও মেমফিস ডিপেরা মন জয় করেছিলো সবার। কোম্যান দায়িত্ব ছেড়ে যাওয়ার পর প্রথমবারের মত অনুশীলন শুরু করেছে নেদারল্যান্ডস। ভারপ্রাপ্ত গুরু ডোয়াইট লজেস দিচ্ছেন দিক নির্দেশনা। উয়েফা নেশন্স লিগে সামনে আছে দুই গুরুত্বপূর্ণ ম্যাচ। শুক্রবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ পোল্যান্ড। সোমবার পরের ম্যাচে ইতালির বিপক্ষে লড়বে লজেসের দল। কোম্যানকে মিস করলেও, নিজেদের লক্ষ্যে অবিচল নেদারল্যান্ডস। ইনজুরি থেকে ফিট হয়ে উঠেছেন ভারজিল ভ্যান ডিক, মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও মেমফিস ডিপে। তাই দু'ম্যাচে ই জয়ের লক্ষ্য ভ্যান ডিক দের। নেদারল্যান্ডসের অধিনায়ক ভ্যান ডিক বলেন, 'আমরা কোম্যানকে খুব ভালোবাসি। বার্সেলোনায় ওর সময়টা ভাল কাটুক। সামনে আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কোন ভুল করতে চাইনা। সবাই ফিট আছি। লেওয়ানডস্কি পোল্যান্ডের হয়ে এ ম্যাচে খেলবে না। আমাদের জন্য একটু সুবিধাই হবে। কারণ ও বিপদজনক ফুটবলার। ইতালিকে হারানো ও চ্যালেঞ্জিং হবে।' কঠিন মিশন সামনে রেখে অনুশীলন শুরু করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও। জার্মানি ও ইউক্রেনের সঙ্গে খেলতে হবে দুটি ম্যাচ। নেশন্স লিগ সামনে রেখে দলও এরইমধ্যে ঘোষণা করেছেন কোচ লুইস এনরিক। অভিজ্ঞদের চেয়ে তরুণদের প্রাধান্য দিয়েছেন তিনি। তাইতো কপাল পুড়েছে জর্ডি আলবা, সউল নিগুয়েজ, আলভারো মোরাতা, ইস্কো ও দিয়েগো কস্তার। প্রথমবারের মত সুযোগ পেয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড আনসু ফাতি। তার সঙ্গে লা ফিউরিয়া রোজাদের জার্সি গায়ে প্রথমবারের মত খেলার সুযোগ পাচ্ছেন এরিক গার্সিয়া, ফেরান তোরেস ও অস্কার রদ্রিগেজ। স্পেনের ফরোয়ার্ড আনসু ফাতি বলেন, 'স্পেন দলে ডাক পাওয়ায় আমার স্বপ্ন পূরণ হয়েছে। একাদশে সুযোগ পেলে সেরাটা দেয়ার চেষ্টা করবো। আমার মত নবীনদের ওপর আস্থা রাখায় কোচকে ধন্যবাদ।' এদিকে, করোনায় আক্রান্ত হওয়ায় ছিটকে পড়েছেন মাইকেল ওয়ারাজাবেল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply