Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মুচলেকায় আনিসুল হকসহ ৫ জনের জামিন




মুচলেকায় আনিসুল হকসহ ৫ জনের জামিন

স্কুলছাত্র আবরার নিহতের মামলায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুল হকসহ ৫ জনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন আবেদন মঞ্জুর করেন। আনিসুল হক ছাড়া অন্য আসামিরা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক। আরও পড়ুন: আবরারের মৃত্যু: আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ এর আগে গত বুধবার (২ সেপ্টেম্বর) স্কুলছাত্র আবরার হত্যা মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের আদেশ দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় ও তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় গ্রেফতারে আইনি বাধা নেই বলেও জানানো হয়। এদিকে অবহেলায় ছেলের মৃত্যুর বিচার বিচার চাইলেন আবরারের বাবা। রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র নাঈমুল আবরারকে নিয়ে হয়তো অনেক স্বপ্নের জাল বুনেছিলেন তিনি। এখন সন্তানের মৃত্যুর বিচারই তার একমাত্র চাওয়া। কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ১ নভেম্বর মারা যায় আবরার। জেনারেটরের ত্রুটিপূর্ণ তার না পাল্টেই ব্যবহার, বিদ্যুৎস্পৃষ্ট আবরারকে দূরের হাসপাতালে নেয়া, সে মারা যাওয়ার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগে - প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গত বছরের ৬ নভেম্বর মামলা করেন আবরারের বাবা মজিবুর রহমান। আয়োজকদের অবহেলায় আবরার মৃত্যু হয়েছে- এমন দাবিতে রাজপথে নামে সহপাঠী ও স্কুলের সাধারণ শিক্ষার্থীরা। এ মামলায় প্রথম আলো সম্পাদকসহ ৫ আসামি জামিনে আছেন। আগামী ২০ সেপ্টেম্বর এ মামলার পরবতী দিন ধার্য করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply