sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রোনালদোকে ফিফা সভাপতির অভিনন্দন
শততম গোলের মাইলফলক স্পর্শ করায় এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে থেকেও অভিনন্দন বার্তা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সাথে বার্সেলোনার অনুশীলনে ফেরায় মেসির প্রশংসাও করলেন ফিফা সভাপতি। এদিকে, পাঁচ বদলি খেলোয়াড় নামানোর নিয়ম আগামী মৌসুম পর্যন্ত বহাল থাকবে, জানিয়েছেন ইনফান্তিনো। ইনজুরির কারণে নেশন্স লিগের প্রথম ম্যাচ খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তো শততম গোলের অপেক্ষাটাও বাড়ে সি আর সেভেনের। তবে সুইডেনের বিপক্ষে ফিরলেন রাজকীয়ভাবে। ৩৫ বছর বয়সটাকে স্রেফ সংখ্যা বানিয়ে পা রাখলেন আরেকটি চূড়ায়। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে, ট্রেডমার্ক ফ্রি-কিকে জাল খুঁজে নিয়ে পূরণ করেন আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি। আন্তর্জাতিক অঙ্গনে এমন অসাধারণ অর্জনে প্রশংসার বন্যায় ভাসছেন পর্তুগিজ তারকা রোনালদো। এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে থেকেও অভিনন্দন বার্তা পেলেন আধুনিক ফুটবলের সেরা এই ফুটবলার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'ক্রিস্টিয়ানো রোনালদো শততম গোলের মাইলফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানাই। ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে রোনালদোই প্রথম এই কীর্তি গড়লেন। দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত সে। আশা করছি ভবিষ্যতে ভক্তদের ভালো কিছু উপহার দেবে রোনালদো।' এদিকে, রোনালদোর পাশাপাশি লিওনেল মেসিরও প্রশংসা করেন ইনফান্তিনো। যদিও সম্প্রতি খুদে যাদুকরের বার্সেলোনা ছেড়ে যাওয়ার গুঞ্জনটা বিশ্ব ফুটবল অঙ্গনে বেশ জমে ওঠে। ফিফা সভাপতি আরো বলেন, 'কোনো সন্দেহ নেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ফুটবলার হিসেবে নিজ ক্লাব বার্সেলোনার অনেক সাফল্যের উজ্জ্বল নক্ষত্র মেসি। ক্লাবের কাছে তার চাওয়া পাওয়ার গুরুত্ব আছে। ভালো খবর হলো, শেষ পর্যন্ত বার্সার জার্সিতে সগৌরবে মাঠ মাতাবে এলএমটেন।' এদিকে, গেলো মে মাসে বদলি খেলোয়াড় নামানোর নতুন নিয়ম করে ফিফা। নিয়ম অনুযায়ী, প্রতি দল পাঁচজন করে বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পায়। গেলো জুনে মাঠে ফেরে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। যেখানে দলগুলো এ সুযোগটা হাতছাড়া করেনি। পরিস্থিতি বিবেচনায় বদলি খেলোয়াড় নামানোর নতুন নিয়ম আপাতত বহাল থাকবে বলে জানিয়েছেন ইনফান্তিনো। এ বিষয়ে ফিফা সভাপতি বলেন, 'বদলি খেলোয়াড়ের বিষয়টি ক্লাবগুলোকে ফুটবলার বাছাইয়ে সহায়তা করবে। যা এরইমধ্যে প্রমাণিত। আমরা ফুটবলারদের সুরক্ষার দিকে নজর দিয়েছি। মৌসুম শেষ হওয়া পর্যন্ত এ নিয়ম বহাল থাকবে।' এদিকে, করোনাকে গুরুত্ব দিয়ে ফুটবল মাঠে দর্শক ফেরাতে বেশক'টি পরিকল্পনা হাতে নিয়েছে ফিফা।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply