Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ১০০তম গোলের অপেক্ষায় রোনালদো




০০তম গোলের অপেক্ষায় রোনালদো অপেক্ষা আর একটি গোলের, অমরত্বের পথে বাকি আর একটি ধাপ। হাতছানি আরো একটি মাইলফলকের। পর্তুগালের হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁতে অপেক্ষা হয়তো আর একটি ম্যাচ। ক্লাব ফুটবলতো বটেই দেশের জার্সিতেও ছুটছে ক্রিস্টিয়ানোর বাজির ঘোড়া। শততম গোলের রেকর্ডটা আজ রাতেই হয়তো করে ফেলতে চাইবেন এই পর্তুগিজ তারকা। তবে আশঙ্কা আছে ম্যাচে খেলতে পারবেন কিনা। পায়ের ইনফেকশনের জন্য অনুশীলনে ছিলেন না ক্রিস্টিয়ানো। তবে রোনালদো বলেই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন কোচ সান্তোস। মাঠে নামতে পারলে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাই রেকর্ডটা বাগিয়ে নিতে চাইবেন রোনালদো। য়্যুভেন্তাসের ফরোয়ার্ড রোনালদো পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ৯৯ গোল করেছেন। ফুটবল ইতিহাসে আন্তর্জাতিক পর্যায়ে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে তিনি। তার আগে শুধু ইরানের আলি দায়েই এই মাইলফলক স্পর্শ করেছেন। ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১৪৯ ম্যাচ খেলে বিশ্বরেকর্ড ১০৯ গোল করেছিলেন ইরানি স্ট্রাইকার দায়েই। রোনালদো পর্তুগালের হয়ে প্রথম মাঠে নেমেছিলেন ২০০৩ সালে। ২০১৪ সালে দেশের হয়ে সবচেয়ে বেশি গোলদাতা হন রোনালদো। অধিনায়ক হিসেবে এরপর পর্তুগালকে ইউরো এবং নেশনস লিগ জিতিয়েছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি মাইফলকের সামনে দাড়িয়ে 'সিআর সেভেন'।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply