Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মিডজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।




লিভারপুল-ম্যানসিটির সহজ জয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। 'সি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অলিম্পিক মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। আরেক ম্যাচে

স্তাদে ভেলোদ্রমে ম্যানচেস্টার সিটির মুখোমুখি অলিম্পিক মার্শেই। আগের ম্যাচেই পোর্তোকে হারিয়ে আত্মবিশ্বাসী সিটি। সে তুলনায় প্রথম ম্যাচ হারে জয়ে ফিরতে মরিয়া ফরাসি ক্লাবটি। কিন্তু চাইলেইতো আর হবে না। মাঠের লড়াইয়ে দিতে হবে সেরাটা। আর প্রতিপক্ষ যদি হয় সিটি তবে, কাজটা সহজ হওয়ার কথা নয়। নিজেদের মাঠে সেটা শুরু থেকেই হাড়ে হাড়ে টের পেয়েছে ভিয়াস বোয়াসের দল। ১৮ মিনিটে দলের নির্ভরতার প্রতীক কেভিন ডি ব্রুইনার ক্রসে গোল করেন ফেরান তোরেস। চমৎকার এই গোলে মার্শেই শিবিরে হতাশা। আর উল্লাসে ফেটে পড়ে ম্যানচেস্টার সিটি। সমতা ফেরাতে একের পর এক চেষ্টা করে যায় ১৯৯২ সালের চ্যাম্পিয়ন্স লিগের রাজারা। কিন্তু ফরোয়ার্ডরা গোল করতে না পারায় সমতায় ফিরতে পারেনি একমাত্র ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মার্শেই। নিজেদের মাঠে রাজত্ব করেছে সিটি। চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না স্বাগতিক ফুটবলারদের। ৭৬ মিনিটে সিটিকে ২-০ গোলে লিড উপহার দেন ইকায়া গুন্ডোগান। সহায়তা করেন রাহীম স্টারলিং। ৮১ মিনিটে আর সতীর্থকে সহায়তা নয়। নিজেই রাজা বনে যান স্টারলিং। ডি ব্রইনার ক্রসে গোল করেন এই ইংলিশ ফরোয়ার্ড। ২ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপে সবার ওপরে আছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে সিটির জয়ের রাতে উৎসবে মেতেছে লিভারপুলও। আগের ম্যাচে কোনরকমে আয়াক্সকে হারিয়ে মিশন শুরু হয়েছিলো অলরেডদের। তবে, দ্বিতীয় ম্যাচে কোন ভুল করেনি ক্লপের দল। অ্যানফিল্ডে ডেনমার্কের ক্লাব মিডজিল্যান্ড এফসির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে লিভারপুল। তবে, ডেনমার্কের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে আধিপত্য থাকলেও, গোল পায়নি ক্লপের দল। অবশেষে ৫৫ মিনিটে গোল করেন দিয়েগো জটা। স্বস্তি ফেরে সমর্থকদের হৃদয়ে। এরপর গোল পেতে অপেক্ষা করতে হয়েছে লিভারপুলকে। অবশেষে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। আর তাতে ই জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply